বিজয় বার্তা ২৪ ডট কম
বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, হাইকোর্ট মাজার মসজিদ, গুলশান আজাদ মসজিদসহ রাজধানীর মসজিদগুলোতে কড়া নিরাপত্তায় পবিত্র জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
শুক্রবার বায়তুল মোকররম জাতীয় মসজিদের সবকটি প্রবেশমুখে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তাদের সঙ্গে দায়িত্ব পালন করেন সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ। প্রত্যেক মুসল্লিকে দেহ তল্লাশি করে মসজিদে প্রবেশ করতে দেওয়া হয়। মুসল্লিরাও তাদের সহযোগিতা করেন। নামাজ শেষ না হওয়া পর্যন্ত তারা মসজিদের চারদিকে অবস্থান করেন।
এদিকে, জুমার নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির হেফাজত চেয়ে আল্লাহ দরবারে প্রার্থনা করা হয়। এ ছাড়া বাংলাদেশ, দেশের মানুষ ও মুসলিম উম্মাহকে রক্ষা করা, যারা ইসলামের নামে সন্ত্রাসী হামলা করছে তাদের হেদায়েত এবং সন্তানরা যেন বিপথগামী না হয়- সেজন্য দোয়া করা হয়।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র জুমার নামাজ শেষে ইমাম মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী মোনাজাতে বলেন, হে আল্লাহ! তুমি রহমানির রাহিম। তুমি বাংলাদেশে খাস রহমত নাজিল করো। সমস্ত বালা মুসিবত থেকে দেশের মানুষ ও মুসলিম উম্মাহকে রক্ষা করো।
তিনি আরো বলেন, হে আল্লাহ! ইসলামের নামে যারা বোমাবাজি করছে, মানুষ মারছে তাদের হেদায়েত দাও। যদি তাদের ভাগ্যে হেদায়েত না থাকে তাহলে তাদের তুমি ধ্বংস করে দাও।