কুষ্টিয়া,বিজয় বার্তা ২৪
কুষ্টিয়া সদরের বটতলা এলাকায় সানোয়ার হোসেন সানা নামে একজন হোমিওপ্যাথিক চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় ইসলামি বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের শিক্ষক সাইফুজ্জামান গুরুতর জখম হয়েছেন।
শুক্রবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহরের বিআরবি ক্যাবলসের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে করে কুষ্টিয়া শহরতলীর বটতৈল থেকে কুষ্টিয়া শহরে যাচ্ছিলেন ইবির বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ্জামানকেও ও চিকিৎসক সানোয়ার হোসেন সানা।
বিআরবি ক্যাবলসের সামনে একদল দুর্বৃত্ত তাদের পথরোধ করে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই চিকিৎসকের মৃত্যু হয়।
স্থানীয়রা দ্রুত শিক্ষক সাইফুজ্জামানকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।
কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।