কুমিল্লা,বিজয় বার্তা ২৪
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ট্রাকের চাপায় রিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তাঁদের মধ্যে একজন নারী রয়েছেন বলে জানা গেছে।
চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আহমেদ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশার তিন যাত্রী মারা যান।