বিজয় বার্তা ২৪ ডট কম
কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির এর নেতৃত্বে ৪ শত দোকানপাট অবৈধ স্হাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন।
নারায়ণগঞ্জের কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যােগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে টিটাগাং রোড এলাকায় ৪০০ শত অবৈধ স্হাপনা দোকাপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করেন কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির।
১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল ৩ টা পযন্ত উচ্ছেদ অভিযান চালিয়ে যান। টিচাগাং রোড মহাসড়কের জায়গা দখল করে দীর্ঘদিন যাবৎ একটি সেন্ডিকেট মহল অবৈধ ভাবে দোকানপাট গড়ে বসায়।
এ সময় অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির বলেন, যান চলাচল স্বাভাবিক রাখতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে রাস্তার পাশে থাকা দীর্ঘদিন যাবৎ অবৈধ ভাবে দোকানপাট বসিয়ে চালিয়ে আসছিল তাদের কয়েকবার নিষেধ করা হলেও তা মানে নি তাই বৃহস্পতিবার সকালে ৪০০ শত অবৈধ স্হাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানযট নিরসনের জন্য হাইওয়ে রাস্তার পাশে থাকা সমস্ত অবৈধ স্হাপনা উচ্ছেদ করা হবে। এসব স্হাপনা উচ্ছেদের পর পুনরায় যাতে দোকানপাট না বসতে পারে সেজন্য কাঁচপুর হাইওয়ে থানার পক্ষ্য থেকে প্রটি সপ্তাহে মনিটরিং করা হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে । ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের পাশে কাঁচপুর এলাকায় অবৈধ স্হাপনা উচ্ছেদ করা হয়েছে আজ চিটাগংরোধ এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এবং যানযট নিরসনের জন্য ডাকা চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে রাস্তায় প্রতিটি পয়েন্টে কাঁচপুর হাইওয়ে থানার পুলিশের টিম কাজ করছে মাঠে।
এ সময় আরো উপস্থিত ছিলেন কাঁচপুর হাইওয়ে থানার টি আই মোঃ ফারুক টি, আই মেহেদী সেকেন্ড অফিসার বেনু দাস, ও অন্যান পুলিশ কমকর্তারা উপস্থিত ছিলেন।