বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, নারায়ণগঞ্জ আওয়ামী লীগ তৃণমূল নেতাকর্মীদের নেতৃত্বে চলবে। কোন একক ব্যক্তির অধীনে আওয়ামীলীগ চলতে পারে না। কারন আওয়ামী লীগ একটি সু-সংগঠত বড় সংগঠন । আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আওয়ামীলীগের জন্য কাজ করি । যারা আওয়ামী লীগের ভিতরে বিভেদ সৃষ্টি করতে চান তারা হুঁশিয়ার হয়ে যান।
শনিবার বিকেল ৩ টার দিকে শহরের দুই নং রেল গেইটস্থ আওয়ামীলীগের কার্যালয়ে পনের আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সাধারণ সভায় সভাপতিত্ব বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
তিনি বলেন, নারায়ণগঞ্জ আমরা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ এক ও অভিন্ন । কিছু কিছু হাইব্রিড নেতা আমাদের ভিতরে বিতর্কিত করে রাখছে । আমাদের ভিতরে কোন বিভেদ নেই । এখন অনেক নেতা আছে কিন্তু প্রকৃত পক্ষে বঙ্গবন্ধুর আদর্শের কর্মী না । আমরা বঙ্গবন্ধুর আদর্শকে প্রতিষ্ঠ করতে তার হত্যার পর বিচারের দাবিতে আন্দোলন সংগ্রাম করি । তার জন্য কারা ও নির্যাতন সহ্য করতে হয়েছে । আমরা হাইব্রিড হয়ে না দলের প্রকৃত কর্মী হয়ে দলের জন্য কাজ করি ।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. খোকন সাহার সঞ্চলনায় এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আনিসুর রহমান দিপু, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি রোকনউদ্দিন আহমেদ, নুরুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, কার্যকরী সদস্য শিখন সরকার শিপন, মহানগর যুব মহিলা লীগের নেত্রীবৃন্দ সহ অন্যান্যরা।