বিজয় বার্তা ২৪ ডট কম
সারাদেশের ন্যায় সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরুধী মানববন্ধন করেছে ইনষ্টিটিউট অব মেডিকেল টেকনোলজি ম্যাটস নারায়ণগঞ্জ। সোমবার সকাল ১০ টায় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে জালকুড়ি বাসষ্টান্ডে ম্যাটস এর শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করে সন্ত্রাস ও জঙ্গীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
ইনষ্টিটিউট অব মেডিকেল টেকনোলজি ম্যাটস নারায়ণগঞ্জ এর পরিচালক ডাঃ সৈয়দ নুরুস সোবহানের নেতৃত্বে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক ডাঃ রাসনা। শিক্ষার্থীদের মধ্যে বজ্র কন্ঠে আওয়াজ তুলেন অন্বেষা চাকমা, মুন্নি, সোমাইয়া, শারমিন, পিংকী, ছাবরিনা, মুন, মনি রানী ঘোষ, ভিবা চাকমা, মুক্তারানী ঘোষ, মংকেচিং মরমা, নয়ন চাকমা, লিমন, লিখন, পারভেজ, আনন্দ, জিহাদ খন্দকার, রায়হান, নুরুজামান, আহাদ, সোহেল, শাওন, ছোটন সহ আরো অনেকে। মানববন্ধন শেষে জালজুড়ি তালতলায় অবস্থিত অত্র শিক্ষা প্রতিষ্ঠানে এক আলোচনা সভা অুনষ্ঠিত হয়। সভার সার্বিক দায়িত্বে ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক ডাঃ বাসিরুন নেছা বেনু।