বিজয় বার্তা ২৪ ডট কম
আড়াইহাজারে শনিবার বহ্মপুত্র নদের পানিতে পড়ে আজমাইন নামে দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। সে স্থানীয় শম্ভপুরা এলাকার ওসমানের ছেলে। আশঙ্কজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
জানা গেছে, নিহত শিশুর বাড়ির পাশেই বহ্মপুত্র নদ। সবার অজানতেই বিকালে সে নদের পানিতে ডুবে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডাক্তার উত্তম দাস গুপ্ত জানান, বিকাল ৪টার দিকে শিশু আজমাইনকে আশঙ্কাজনক অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তাকে মৃত ঘোষণা করা হয়েছে।