বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ২০২৪ সালের জানুয়ারিতে যে নির্বাচনে হবে সেই নির্বাচনে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। এর আগে কিছু আঘাত আসবে, ষড়যন্ত্র হচ্ছে সেটা মোকাবেলা করতে হবে। আগামী ২৭ আগস্ট নারায়ণগঞ্জে সমাবেশ করবেন জানিয়ে তিনি বলেন,২৭ তারিখ সমাবেশ হবে।নারায়ণগঞ্জের সব স্বাধীনতার স্বপক্ষের লোকদের এক মঞ্চে চাই।মঞ্চে উনারা বক্তব্য দেন আমি নিচে দাঁড়িয়ে কর্মীদের মত শ্লোগান দিব। আমি কর্মী হয়ে শ্লোগান দিতে চাই নেতা হয়ে মঞ্চে বক্তব্য দিতে চাই না। আমি বাংলাদেশকে শকুনদের হাত থেকে রক্ষা করতে চাই। আমি শেখ হাসিনাকে বলতে চাই আপনার উপর আঘাত আসলে এ নারায়ণগঞ্জের নেতাকর্মীরা বসে থাকবে না। তিনি আরো বলেন, কার লোক কে, আমার বেশি তোমার কম এটা দেখাবেন না। সামনে লড়াই করতে হবে। আর বিভেদ করার সময় নেই, এক হয়ে লড়তে হবে। এলাকায় এলাকায় স্বাধীনতার স্বপক্ষের সবাইকে ডাকতে হবে শুধু আওয়ামী লীগ না। সবাই মিছিল নিয়ে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ অফিসের সামনে ব্যাপকভাবে যাবেন। তবে কারও হাতে কোনো ব্যানার থাকবে না। সোমবার (২২ আগস্ট) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শামীম ওসমান এসব কথা বলেন।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন রেনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়ার সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ নিজাম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, যুবলীগ নেতা সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক আশরাফুল ঈসমাইল রাফেল, সিদ্ধিরগঞ্জ থানা আ্ওয়ামীলীগ নেতা মোহসিন ভূইয়া সহ অন্যন্যরা।
কর্মী সভায় শামীম ওসমান আরো বলেন, কথায় কথায় বলে রাজপথ দখল করবে। যদি পুরুষ হয়ে থাকিস, পুরুষ বা নারীর মধ্যে তো কিছু একটা আছে। ওইটাও যদি হয়ে থাকেন নামেন মাঠে। আমাদের শরীরে জং ধরে গেছে। আসুন মাঠে নামি। ঢাকায় নামবেন, আমরা নারায়ণগঞ্জ থেকে ঢাকা গিয়ে দেখা করে আসবো।ওরা আঘাত করতে আসবেই। আগে কোমরে অনেক কিছু থাকত, শক্তি। এখন আমার শক্তি একটাই। সেটা আল্লাহ। মৃত্যুতো আসবেই। কিন্তু দেশের সাথে বেঈমানি করব না।শামীম ওসমান বলেন, এই কয়েকদিন ধরে আমি খুব বেশি কথা বলছি। কথা গুলো কেন বলছি? কিছু পত্রিকায় দেখলাম লেখা হয়েছে শামীম ওসমান স্ট্যান্ডবাজি করতাছে। কেন? কারণ আমি নেতাকর্মীদের নিয়ে সভা করছি। জাতির পিতার কন্যা বলেছেন চারদিক থেকে ষড়যন্ত্র হচ্ছে। ২১‘শে আগস্ট যারা গ্রেনেড হামলা করিয়েছে ওদের সাথে আমার গণতন্ত্রের চর্চা করতে হবে, ওরা আমার বিয়াই লাগে! আমি সবাইকে অনুরোধ করবো আসেন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। নারায়ণগঞ্জে এতো বড় বড় নেতা, আমি তো সাধারণ কর্মী। আমাকে নিয়ে অনেক কিছু বলা হচ্ছে, বলুক। কিন্তু জাতির পিতার কন্যাকে নিয়ে কিছু বললে বসে থাকবো না। কে নামলো, কে নামলো না সেটা আমার দেখার বিষয় না।