বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রী কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে পুলিশের বাঁধার মুখেও বিএনপি ও অঙ্গসংগঠন সমূহ জেলা ও নগর কিমিটি বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে।
সোমবার (০৩ অক্টোবর) সকালে মিছিল নিয়ে নেতাকর্মীরা শহরের বানিজ্যিক এলাকা ডি.আই.টি রোডস্থ জেলা ও নগর বিএনপির প্রধান কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ সমাবেশ শুরু করতেই ব্যাপক ধস্তাধস্তির মধ্যে পুলিশ সমাবেশের ব্যানার কেড়ে নেয়। এ সময় ব্যানার ছিনিয়ে নিলেও নেতাকর্মীরা পুলিশি বাধা উপেক্ষা করে সমাবেশ চালিয়ে যেতে থাকে।
সংক্ষিপ্ত সমাবেশে নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল এর সভাপতিত্বে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মহানগর বিএনপি নেতা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, জনগণ তার রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত। দেশে গণতন্ত্র এখন মৃত প্রায়, অবৈধ সরকার পুলিশকে ব্যবহার করে বিরোধী রাজনৈতিক দলমতের উপর অমানবিক নিপিড়ন চালাচ্ছে।
এটিএম কামাল বলেন, অবৈধ সরকার দেশে বাকশালী শাসন কায়েম করেছে। দেশের সরকারি প্রচার যন্ত্র ও গনমাধ্যমকে অপব্যবহার করে তারা দেশের বেহাল অবস্থাকে আড়াল করতে চায়। আজ বহু অপপ্রচারের ব্যর্থ চেষ্টার পরও তারা দেশ নায়ক তারেক রহমানের জনপ্রিয়তায় ভীত। যতই ষড়যন্ত্র হোক জনগণ দেশের ভষ্যিত কান্ডারি নন্দিত জননেতা তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র ফিরে আনবে ইনশাল্লাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মনির মল্লিক, ঢাকা মহানগর দক্ষিন মৎসজীবী দলের যুগ্ম সম্পাদক শাহরিয়ার চৌধুরী ইমন, মহানগর ছাত্র দলের মাকিদ মোস্তাকিম শিপলু, যুবদল নেতা মঞ্জুরুল আলম মুসা, মোঃ নুরুজ্জামান, আবুল হোসেন প্রমুখ।