বিজয় বার্তা ২৪ ডট কম
বৃহস্প্রতিবার ১৪ মে ছিল টিম খোরশেদ-১৩ ও টাইম টু গিভ এর যৌথ উদ্যোগে ১০ দিন ব্যাপী ১০ হাজার পরিবারকে বিনামূল্যে সবজী বিতরণের ৫ম দিনে সকাল ০৯ টা থেকে সামাজিক দূরত্ব রক্ষা করে ১৪নং ওয়ার্ডের দেওভোগ ভূইয়ারবাগ,উকিলপাড়া ও গলাচিপা রেললাইনের ৩টি স্পটে কমপক্ষে ১২০০ দুঃস্থ ও নিন্ম মধ্যবিত্ত্ব পরিবারের মধ্যে ১৫ মন সবজী বিতরণ করা হয়।
ঊল্লেখ্য যে,বাংলাদেশে করোনা আঘাত হানার পর গত ০৮ ই মার্চ থেকে শুরু হওয়া সচেতনতা বৃদ্ধি স্যানিটাইজার তৈরী ও বিতরন, করোনা আক্রান্ত মৃতদেহ দাফন ও সৎকার,টেলি-মেডিসিন সেবা ও খাদ্য সহায়তার পাশাপশি ১০ দিন ব্যাপী ১০ হাজার পরিবারকে ঞরসব ২ এরাব ও ঞবধস কযড়ৎংযবফ-১৩ ঠঝ ঈড়ারফ-১৯ যৌথ উদ্যোগে দিগুবাবুর বাজার থেকে নগদ অর্থে সবজী কিনে ১৩ নং ওয়ার্ড সহ মহনগরীর বিভিন্ন মহল্লায় বিনা মূল্যে দুঃস্থ জনগণের মাঝে বিতরণ শুরু করেছে।
টিম খোরশেদ-১৩ এ প্রধান সমন্বয়কারী ও টিম লিডার এবং টাইম টু গিভ এর এডমিন প্যানেলের সদস্য কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও টাইম টু গিভ এর মুখপাত্র আহমেদ জিদান বলেন, যতদিন করোনা সংকট চলবে আমরা ততদিন বিভিন্ন উপায়ে আমরা যৌথ ভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করব ইনশা-আল্লাহ।ডিস্ট্রিবিঊশনে সহযোগিতা করে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন,নারায়নগন্জ্ঞ এর সদস্যরা।