বিজয় বার্তা ২৪ ডট কম
মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ও নাসিক ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল হোসেনকে ১৩ নং ওয়ার্ডে আওয়ামীলীগের মনোনীত কাউন্সিলর প্রার্থী হিসেবে ঘোষনা করেন নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
দেশব্যাপী জঙ্গিবাদ দমনে ওয়ার্ড ভিত্তিক জঙ্গি প্রতিরোধ কমিটির অংশ হিসেবে রবিবার বিকেলে ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও এলাকাবাসী এ ঘোষনা দেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ ও এলাকাবাসী বলেন, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের একক প্রার্থী ঘোষণা করা হবে। আর সে প্রার্থী হবে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক রবিউল হোসেন। বিগত দিনে রবিউল ইসলাম আওয়ামীলীগ এর ও দলের নেতৃবৃন্দের জন্য অনেক শ্রম দিয়েছেন। ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগকে সে সুন্দর ভাবে গঠন করেন। সে একজন ত্যাগী নেতা। নাসিক প্রথম নির্বাচনে সে অংশ গ্রহণ করেন কিন্তু দলীয় একাধিক প্রার্থ হওয়ার কারণে সে পরাজিত হয়। আমরা আর কোন একাধিক প্রার্থী চাই না আসন্ন নাসিক নির্বাচনে নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান যাকে রায় দিবেন সেই দলীয় ভাবে নির্বাচন করবে যদি কেউ দলীয় সিদ্ধান্তের বাহিরে প্রার্থী হয়ে নির্বাচন করে তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।
নারায়ণগঞ্জ নাসিক ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ লুৎফর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সহ সভাপতি মো. হায়দার আলী পুতুল, গোপিনাথ সাহা, মো. রবিউল হোসেন, রোকন উদ্দিন, সহ সাধারণ সম্পাদক জি. এম আরমান , আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক জি. এম আরাফাত, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, মহানগর সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মো. জুয়েল হোসন, ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সহ সভাপতি খাজা ইরফান আলী, হাবিবুর রহমান হাবিব , মাসুদুর রহমান খসরু, ১৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. শাহজালাল প্রমুখ।
