বিজয় বার্তা ২৪ ডট কম
মিড লং শট। আলো ঝলমলে স্টেজ। বাহারি রঙের আলো খেলছে মঞ্চজুড়ে। মঞ্চের সামনের সারিতে কালো রঙের পোশাকে কোমর দোলাচ্ছেন এক নারী। তার পেছনের সারিতে কয়েকজন যুবক। ব্যাক গ্রাউন্ডে ‘রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে’ শিরোনামের গানটি বাজছে।
কিছুক্ষণ পর গান বন্ধ হয়ে যায়। নাচ বন্ধ করে দেন মঞ্চের নায়িকাও। একজন উঠে আসেন মঞ্চে। তিনি কোরিওগ্রাফার সাইফ খান কালুর সহকারী। পেছনে থাকা যুবকদের নাচের মুদ্রা বুঝিয়ে দেন তিনি। এরপর ক্যামেরা মঞ্চ থেকে চলে যায় আসল (সিনেমা) পরিচালক ও ক্যামেরাম্যানের কাছে। আবার বাজতে শুরু করে গান। আবার দুলতে শুরু করে আইটেম কন্যার কোমর।
এভাবেই একাধিকবার চলে মহড়া। বলছি, শুটার সিনেমার আইটেম গানের শুটিংয়ের কথা। সম্প্রতি বিএফডিসির ১ নম্বর ফ্লোর এমন আলোক সজ্জায় সজ্জিত ছিল। সেখানেই রাতভর চলে আইটেম গানের শুটিং। এতে আইটেম কন্যা হিসেবে নেচেছেন কবীর তিথি। এই গানের শুটিংয়ের একটি ভিডিও প্রকাশিত হয়েছে ইউটিউব চ্যানেলে। এতেই এমন দৃশ্য দেখা যায়।
রাজু চৌধুরী পরিচালিত শুটার সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নবাগত বুবলি ও সুপার স্টার শাকিব খান। এ ছাড়াও আরো অভিনয় করছেন শাহরিয়াজ, সম্রাট, মিশা সওদাগর প্রমুখ। ঈদুল আযহায় সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
দেখুন :

