বিজয় বার্তা ২৪ ডট কম
আড়াইহাজারের কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর অন্যতম সদস্য হিসেবে স্বাধীনতা সংগ্রামে অনন্য অবদান রাখা বীর মুক্তিযোদ্ধা সামসুল হক মোল্লা ১৩ সেপ্টেম্বর সোমবার সকাল ৬টায় আড়াইহাজার সদরে তার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মুত্যু বরণ করেন। ইন্নালিল্লাহি………..রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
তিনি স্ত্রী,৩পুত্র ও ১কন্যা সন্তানসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার দুপুর ২.৩০ মিনিটে আড়াইহাজার শহীদ মঞ্জুর ষ্টেডিয়ামে মরহুম সামসুল হক মোল্লার যানাজা অনুষ্ঠিত হয়। তার যানাজায় নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু,সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান আঙ্গুর,উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার,উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম,আড়াইহাজার পৌরসভার মেয়র আলহাজ্ব সুন্দর আলী,ফকির গ্রুপের সত্ত্বাধিকারী ফকির আক্তারুজ্জামান,আড়াইহাজার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার কাজী ওয়াজউদ্দিন,ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব মোল্লা সহ হাজারো মুসল্লি অংশ গ্রহন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মরহুমের প্রতি রাস্ট্রীয় সম্মান প্রদান করেন। বিকালে বগাদী কান্দাপাড়া গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।