নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সিদ্ধিরগঞ্জের শিমুল পাড়ায় চিহ্নিত ছিনতাইকারী, সন্ত্রাসী নাছির বাবুর্চির হামলায় ট্যাংকলরী চালক সজিব (২৪) গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়লেও পুলিশের স্বজনপ্রীতি ও উদাসিনতায় একটি মারামারি মামলার আসামী হলেন। গত ২১ এপ্রিল চিহ্নিত ছিনতাইকারী, সন্ত্রাসী নাছির বাবুর্চি ও তার বাহিনী সজিবের উপর হামলা চালিয়ে তার সাথে থাকা ১লাখ ২০হাজার টাকা, একটি স্বর্নের চেইন ও একটি আংটি লুটে যায়। পরে এলকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় সজিবের বাবা বাবুল ছেলেকে চিকিৎসা দিয়ে ২২ এপ্রিল থানায় লিখিত অভিযোগ দিলেও মামলা নেয়নি পুলিশ। উল্টো ওই দিনই নাছির তার প্রতিপক্ষের দারা হামলার শিকার হলে ওই ঘটনায় নাছিরের ভাই বশিরের দায়ের করা মামলায় পুলিশ জেনেও হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জাণড়া সজিবকে আসামী করলো। এ ঘটনায় পুলিশের ভাবমূর্তি নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে এলাকাবাসী।
জসিমের বাবা বাবুল জানান, আমার ছেলেকে হত্যার জন্য নাছির বাবুর্চি ও তার দলবল ২১ এপ্রিল দুপুরে হামলা করে। এসময় তার সাথে থাকা ১লাখ ২০হাজার টাকা, একটি স্বর্নের চেইন, একটি আংটি নিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এ ঘটনায় আমি ২২ এপ্রিল সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করতে লিখিত অভিযোগ দেই। কিন্তু পুলিশ মামলা না করে আমার ছেলেকে নাছিরের ভাইয়ের মামলায় আসামী করেছে।
এদিকে এলাকাবাসী জানান, গত ২১এপ্রিল বৃহস্পতিবার দুপুরে নাছির বাবুর্চি ও তার ভাই বশির মিলে দেশীও অস্ত্র নিয়ে হামলা করে। এসময় তার মাথা, কান, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। শুক্রবার নাছির বাবুর্চিকে তার প্রতিপক্ষ হামলা করে মারধর করে।
এ সময় এলাকাবাসী জেলা পুলিশ সুপারের কাছে দাবী করেন, পকৃত ঘটনার সুষ্ঠু তদন্ত করে এর বিরুদ্ধে সঠিক আইনগত ব্যবস্থা নিয়ে নিরিহ সাধারনদের পুলিশী হয়রানী ও মামলা মোকদ্দমা থেকে রক্ষা করার।