বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় ভালবাসায় সিক্ত হলেও হচ্ছেন না নির্বাচিত সহ সভাপতি ড. সেলিনা হায়াৎ আইভী।
গত কয়েকদিন আগে প্রায়ই দেড়যুগ পর নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের আংশিক কমিটি গঠন করা হয়। আর এতে সভাপতির পদ পান আব্দুল হাই, সহ সভাপতির পদ পান সেলিনা হায়াৎ আইভী ও সাধারণ সম্পাদক পদ পান আবু হাসনাত শহীদ মো. বাদল। তবে পূর্নাঙ্গ কমিটি পরে গঠন করা হবে বলে জানায় আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটি।
জেলা আওয়ামীলীগের নতুন কমিটি গঠনের পর থেকে দেখা গেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকে ফুলেল শুভেচ্ছা জানাতে ভিড় জমায়। শত শত নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় ভালবাসায় সিক্ত হয় তারা। প্রতিদিনই তাদের ফুলেল শুভেচ্ছা জানাচ্ছে কেউ না কেউ। নির্বাচিত হওয়ার পর পরই সভাপতি ও সাধারণ সম্পাদক মরহুম ভাষা সৈনিক শামসুজ্জোহা, পৌর পিতা আলী আহম্মদ চুনকা, সাংসদ নাসিম ওসামান ও প্রবীণ আওয়ামীলীগ নেতা মফিজুল ইসলামের কবর জিয়ারত করেন এবং দোয়া প্রার্থনা করেন। তারপরই ১০ ই মরহম পবিত্র আশুরা উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে জেলা আওয়ামীলীগের কর্মসূচি শুরু করেন। কিন্তু নির্বাচিত সহ সভাপতি সেলিনা হায়াৎ আইভীকে তেমন কোন নেতাকর্মীর ফুলেল শুভেচ্ছা পেতে বা কোন ধরনের কর্মসূচিতে অংশগ্রহন করতে দেখা যায়নি। তার এমন কার্যকলাপকে আওয়ামীলীগের নেতাকর্মীরা ভাল চোখে দেখছেন না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিগত সময়ওগুলোতেও আওয়ামীলীগের তেমন কোন কর্মসূচিতে তাকে দেখা যায়নি। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে কথা বলা নিয়ে তার প্রতি নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই আধুনিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেয়র আইভীকে নিয়ে প্রধানমন্ত্রীর প্রতি ক্ষোভ প্রকাশ করে সমালোচনার ঝড় উঠে।
এ বিষয়ে আওয়ামীলীগের এক নেতা বলেন, নারায়ণগঞ্জ আওয়ামীলীগের কার্যালয় নির্মাণে মেয়র আইভীর যথেষ্ট ভূমিকা রয়েছে। দলীয় কর্মসূচিতে তাকে এক সময় দেখা যেতো। কিন্তু মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে তাকে তেমন কোন দলীয় কর্মসূচিতে দেখা যায় না। বর্তমানে মেয়র আইভিকে মাননীয় প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নির্বাচিত করেছেন। তাই সেলিনা হায়াৎ আইভীকে দলীয় কর্মসূচিগুলিতে অংশগ্রহন করে দলকে শক্তিশালী করতে কাজ করার আহ্বান জানান এই নেতা।
গত সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জ আওয়মীলীগকে দুইভাগ বিভক্ত হতে দেখা যায়। যার একভাগ সাংসদ শামীম ওসমান নেতৃত্ব দিচ্ছেন আরেকভাগ ড. সেলিনা হায়াৎ আইভী নেতৃত্ব দিচ্ছেন। তাদের দলীয় কোন্দলের কারনে দলে এখন সুবিধাবাদী নেতাদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। দলকে প্রকৃত আওয়ামীলীগার নিয়ে সুসংগঠিত করে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে উভয়ের ঐক্যবদ্ধভাবে কাজ করা দরকার বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।