বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক জেলা বিএনপির সভাপতি এড. তৈমূর আলম খন্দকারকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে তৈমুর আলম খন্দকারের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
এর আগে গত ২২ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে গ্রেপ্তার করে পুলিশ। নারায়ণগঞ্জ নগরের চাঁদমারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় দায়েরকৃত নাশকতার একাধিক মামলার আসামি বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সরফুদ্দিন। সদর থানায় নাশকতার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তৈমুর আলমকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।