বিজয় বার্তা ২৪ ডট কম
কৃষিমন্ত্রী, ড. মো. আব্দুস শহীদ বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট কৃষির দিকে এগিয়ে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের স্বপ্নের মধ্যে রয়েছে স্মার্ট কৃষির উন্নয়ন। তাই স্মার্ট কৃষির উন্নয়নে যান্ত্রিকীকরণে অগ্রাধিকার দেওয়া, পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলা করা, এবং ফলনের ব্যবধান ও উৎপাদনশীলতার উন্নত করতে কৃষকদের তথ্য সরবরাহ করা গেলে এ খাতে আরও অগ্রগতি বাড়বে বলে।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে এসিআই কো-রোর ফ্রুট অ্যান্ড বেভারেজ ব্র্যান্ড সানকুইকের অত্যাধুনিক কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসিআই লিমিটেড ও ডেনমার্কের জুস জায়ান্ট কো-রোর যৌথ বিনিয়োগে তৈরি হওয়া কারখানাটির প্রসংশা করে মন্ত্রী বলেন, বেসরকারী কৃষি ল্যান্ডস্কেপে, এসিআই-এর মতো বেসরকারী সংস্থাগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার পক্ষ থেকে তাদেরকে গবেষণা, উন্নয়ন ও বিনিয়োগ করতে উৎসাহিত করছি।
কৃষিমন্ত্রী, ড. মো. আব্দুস শহীদ বলেন, “বাংলাদেশের কৃষি পণ্যের বাজারে বিদেশি বিনিয়োগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এর সাথে পণ্যের বৈচিত্র্য এসেছে।
এসময় তিনি কৃষি খ্যাত ও শিল্পের নানা বিষয় তুলে ধরে বলেন, সারা দেশের কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি শিল্পের বৃদ্ধি এবং উদ্ভাবনে অবদান রাখছে সরকার। শুধুমাত্র কর্মসংস্থানের সুযোগই নয় বরং বৈশ্বিক ভাবমূর্তির উন্নত করে। কৃষি খাতকে অগ্রাধিকার দেওয়া, অভ্যন্তরীণ খাদ্য চাহিদা মেটানো এবং শিল্পের বৃদ্ধিকে উৎসাহিত করা সরকারের উদ্দেশ্য বলে জানান মন্ত্রী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার, এসিআই গ্রুপের চেয়ারম্যান এম. আনিস-উদ দৌলা, এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কো-রোর প্রেসিডেন্ট সোরেন হোম জেনসেন, কো-রোর এশিয়া রিজিয়নের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সোরেন রোওন, এসিআই কো-রো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিলস রনো, স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুসহ উভয় প্রতিষ্ঠানেন কর্মকর্তারা৷
অনুষ্ঠানে এসিআই কো-রোর কর্মকর্তারা জানান, আসল ফলের পাল্প সমৃদ্ধ ইউরোপীয় স্ট্যান্ডার্ডের ফ্রুট ড্রিংক বাংলাদেশি ভোক্তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে ২০১৯ সালে দেশীয় ও বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে গঠিত হয় এসিআই কো-রো বাংলাদেশ লিমিটেড। এই যৌথ বিনিয়োগের মূল লক্ষ্য হলো সানকুইক ব্র্যান্ডের সুনাম ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানের ফ্রুট ড্রিংক বাজারজাত করা।