বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্ত্রীকে বিষ খাইয়ে হত্যার দায়ে স্বামীসহ দুই জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পিঠার সাথে বিষ মিশিয়ে খাইয়ে তালাক দেয়া স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ও তার এক সহযোগিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার বিকেল নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক কামরুনাহার এই রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন সাবেক স্বামী রুস্তম আলী ও তার সহযোগি সাহা (পলাতক )।
রাস্ট্রপক্ষের আইনজীবি অতিরিক্ত পাবলীক প্রসিকিউটর এ্যাডভোকেট জাসমীন আহমেদ জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১৯৯৫ সালের ৩১ অক্টোবর আসমা বেগমকে বাসা থেকে ডেকে এনে পিঠার সাথে বিষ মিশিয়ে খাইয়ে দেয় তার সাবেক স্বামী রুস্তম আলী ও সহযোগি সাহা। পিঠা খাওয়ার পর পরই আসমা বেগম বুকে প্রচন্ড জ্বালাপোড়া বোধ করলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় বড় বোন সখিনা বেগমের কাছে ঘটনার বর্ণনা দেন। পরে রাস্তায় তার মৃত্যু হয়। এঘটনায় সখিনা বেগম বাদি হয়ে দুইজনকে আসামী করে মামলা দায়ের করে। আদালত ১৫ জন স্বাক্ষীর স্বাক্ষ গ্রহন করে। আদালত দুই পক্ষের যুক্তির্তক শেষে র্দীঘ ২১ বছর পর এই মামলার রায় ঘোষণা করেন।