বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে স্কুল ছাত্রী জিসা মনি অপহরণ ও কথিত গনধর্ষণের অভিযোগে তিন আসামীকে জোরপূর্বক জবানবন্দি আদায় এবং ঘুষ গ্রহণের অভিযোগ প্রমানিত হওয়ায় সাবেক তদন্ত কর্মকর্তা প্রত্যাহারকৃত এসআই শামীম আল মামুনকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।
এসপি জায়েদুল আলম জানান, আলোচিত স্কুল ছাত্রী জিসা মনি গধর্ষন ও হত্যার দায় স্বীকার করে আটককৃত তিন আসামীর স্বীকারোক্তির পর জিসা জীবিত মনি ফিরে আসায় ঘটনায় একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত প্রতিবেদনে তদন্ত কর্মকর্তার এস আই শামীমের দায়িত্বের অসচেতনার ছাপ পাওয়ায় তাকে চাকরী থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে এই মামলার তদন্ত থেকে সরিয়ে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। এদিকে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে আজ জিসা মনি মামলার শুনানীতে আসামী পক্ষের আইনজীবি আবদুল্লাহ, রাকিব ও খলিল এই তিন আসামীর জামিন আবেদন করেন। এসময় তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। একই মামলায় পুলিশ জিসা মনির স্বামী ইকবালকে ৫ দিনের রিমান্ড আবেদন করলে রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে বলে জানান নারায়ণগঞ্জ আদালতের কোর্ট ইন্সপেক্টর মোঃ আসাদ। তিনি জানান, আজ আদালতে জিসা মনিকে হত্যার ১৬৪ ধারায় যে জবানবন্ধি দিয়েছে তা প্রত্যাহার করতে আসামীরা আবেদন করলে আদালত তাদের আবেদন মামলার সাথে নথিভুক্ত করার আদেশ দেয়। আদালত এই মামলার পরবর্তী শুনানী ৬ সেপ্টেম্বর ধার্য করেন।