বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পেটের ভিতর ইয়াবা পাচার করে বিক্রয়কালে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৯শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার দেওভোগ এলাকা থেকে তাদের গ্রেফতা করা হয়।
গ্রেফতারকৃতরা হলোঃ ১। মোঃ রমজান হোসেন জয় (৩০) এবং ২। মোঃ রাজিব হোসেন (২৫)। গ্রেফতারকৃত আসামীরা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন দেওভোগ এলাকার হাসান আলী ও সাহাপুর এলাকার আলাউদ্দিনের ছেলে।
আজ বিকেলে র্যাব-১১ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীদ্বয় ইয়াবা পাচারকারী। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে ইয়াবা পাচার করে আসছে। ইয়াবা পাচারকারীরা অভিনব কৌশলে পেটের ভিতরে করে ইয়াবা নিয়ে যাত্রীবাহী বাসযোগে কক্সবাজার থেকে নারায়ণগঞ্জ রওনা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন দেওভোগ এলাকায় গ্রেফতারকৃত আসামী মোঃ রমজান হোসেন জয় (৩০) এর বাড়ীতে অভিযান চালায়। উক্ত অভিযানে আসামী রমজান ও রাজিবের পেট থেকে বের করা অবস্থায় লাল ও কালো টেপ দিয়ে মোড়ানো ছোট ছোট ৫৮টি ইয়াবার পোটলা যার প্রত্যেকটিতে ৫০ পিস করে মোট ২,৯০০ পিস ইয়াবা বিক্রয়ের সময় হাতে-নাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করে যে, কক্সবাজারে এই ইয়াবার পোটলাগুলো আসামীরা খাবারের সাথে গিলে খায় এবং পরবর্তীতে নারায়ণগঞ্জে এসে কলা এবং পাউরুটি খেয়ে সেই পোটলাগুলো পায়ু পথ দিয়ে বের করে ক্রয়-বিক্রয় করে। গ্রেফতারকৃত আসামীরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ এভাবে অভিনব কৌশলে পেটের ভিতর নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা পাচার করে নিয়ে এসে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত মর্মে জানা যায়। উল্লেখ্য, আসামী রমজান ও রাজিব এর বিরুদ্ধে ইতঃপূর্বে সোনারগাঁ থানায় মাদকসহ একাধিক মামলা রুজু রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।