বিজয় বার্তা ২৪ ডট কম
সোনারগাঁও উপজেলাধীন সাদিপুর ইউনিয়নের বাইশটেকি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীদের হামলায় একই পরিবারের হয়রত আলী, তার স্ত্রী পারভীন, ছেলে সুমন ও রিপন নামে ৪ জন গুরুতর আহত হয়েছে এবং বসত বাড়িতে হামলা তান্ডব চালিয়ে বাড়ির গেইট, জানালার রেলিং, নারিকেল ও আম সহ বিভিন্ন ফলজ গাছের ব্যাপক ক্ষতিসাধন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভূক্তভোগী ও আহত হযরত আলী এ প্রতিবেদককে জানান, শুক্রবার বিকাল ৩টায় উল্লেখিত বাইশটেকি গ্রামে আমার বাড়িতে কথিত যুবলীগ কর্মী ও চিহ্নিত ভূমিদস্যু আরিফ ও তার বাহিনীর সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে আমার বাড়িতে হামলা করে। আমি বাধা দিতে গেলে আমাকে পিটিয়ে ঝখম করে এবং আমাকে বাঁচাতে এগিয়ে এলে তারা আমার স্ত্রী ও ২ ছেলেকেও মেরে মারাত্মকভাবে আহত করে। তারা আমাদেরকে বাড়িতে অবরুদ্ধ করে রাখে এবং প্রাণনাশের হুমকি দিলে রাত ৮টা পর্যন্ত অবরুদ্ধ থাকার পর সোনারগাঁও থানায় ফোন দিলে এস আই জহুরুল হক ঘটনাস্থলে এসে আমাদের মুক্ত করে। এদিকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে অত্র এলাকার সমাজসেবক ও জামদানী ব্যবসায়ী হযরত আলী সহ তার পরিবার প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে এবং এলাকায় অবস্থান করতে পারছেনা। তাছাড়া এলাকায় ভূমিদস্যু আরিফের লোকজন নিয়মত পাহাড়া দিচ্ছে, আহতদের পেলে আরও ক্ষতি করার আশংকা করছে ভূক্তভোগীরা। উল্লেখ্য-আরিফ যুবলীগের নাম ভাঙ্গিয়ে অত্র এলাকায় ভূমিদস্যূতা, ভূয়া দলিল বানানো সহ নানাবিধ অপকর্ম করে এলাকাকে অতীষ্ঠ করে তুলেছে বলে অভিযোগ আছে। ভূমিদস্যুতা সহ নানাবিধ অপারাধে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় কয়েকটি মামলা রয়েছে বলেও জানা যায়। যার মধ্যে উল্লেখযোগ্য সোনারগাঁও থানায় মামলা ১৪১৫/০৬.০৮.১৬, ১৪৮৬/২৬.০৮.১৬ ও ১৫০৭/১২.৯.১৬। কয়েকমাস আগে উক্ত এলাকায় জমি সংক্রান্ত বিষয়ে আরিফের বাহিনী এক ব্যক্তিকে কুপিয়ে ঝখম করে, যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং ক্ষতিপূরণ দিয়ে পরে তা মীমাংসা করা হয়েছে বলে জানা গেছে।