বিজয় বার্তা ২৪ ডট কম
সোনারগাঁয়ে ইউসুফ মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ডে দণ্ডিত করেছেন ভ্রাম্যমান আদালত। মাদক সেবনের অভিযোগে তাঁকে এই দণ্ড দেয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ইউসুফ উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়াচর গ্রামের আব্দুস সামাদ মিয়ার ছেলে। শুক্রবার (২২ জুন) উপজেলার সহকারি কমিশনার (ভূমি) বিএম রুহুল আমিন রিমন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
সোনারগাঁ থানার সহকারি উপ পরিদর্শক ছামান মিয়া জানান, ইউসুফ মিয়া দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। মাদকের টাকার জন্য স্ত্রী ও পরিবারের লোকজনকে মারধর করতো। এ অভিযোগে ইউসুফকে তাঁর বাড়ি থেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত তাঁকে ছয় মাসের কারাদন্ড দেন।