বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনরাগাঁও উপজেলা সনমান্দী ইউনিয়নে ইমানেরকান্দি গ্রামের বালু ব্যবসায়িক আব্দুল্লা আল মামুকে একই গ্রামের আবুল কাশেমের ছেলে মাদক ব্যবাসায়িক সুজন (২৩) , মৃত চান মিয়ার ছেলে আবুল কাশেম (৪৫) ,রবিউল্লার ছেলে ইমরান (২৩) সহ আরো অজ্ঞাতনামা ৪/৫ একত্রিত হয়ে দেশী অ¯্র দিয়ে এলোপাথারি ভাবে আগাত করে । স্থানিয় লোক জন তাকে উদ্ধার করে সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান । থানায় অভিাযোগ সূতে জানা যায় গতকাল বুধবার রাত আনুমানিক ৮ ঘটিকায় আব্দুল্লা আল মামুন দোকান থেকে মশার কয়েল কেনার জন্য বাড়ি থেকে বের হেলে তাহার উপরে এ হামলা চালায়। আব্দুল্লা আল মামুন বলেন ইমানেরকান্দির গ্রামের সুজন, আবুল কাশেম, ইমরান দির্ঘ দিন ধরে মাদক বিক্রি করে যাচ্ছে , মাদক বিক্রির বন্ধ করার জন্য তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছি । এবং এলাকার মেম্বার মহিউদ্দিনকে জানাই। সে সূত্র ধরে আমাকে মেরে ফেলার জন্য হামলা চালায়। এ ব্যপারে সোনারগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি ) মোরশেদ আলম বলেন এ অভিযোগ পেয়েছি তা তদন্তকরে ব্যবস্থা নেওয়া হবে।