বিজয় বার্তা ২৪ ডট কম
বৃহষ্পতিবার নারায়ণগঞ্জে জাতীয় শ্রমিক লীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী আয়োজন করা হয়। র্যালীকে সাফল্যমন্ডিত করতে সোনারগাঁও থানা শ্রমিক লীগের নেতৃবৃন্দ একটি বিশাল মিছিল নিয়ে উক্ত র্যালীতে যোগ দেয়। থানা শ্রমিক লীগ নেতা নূরনবী (নবী), আনোয়ার হোসেন, রিয়াদ, বেলায়েত, সোলায়মান, মহিউদ্দিন, রোকসানা আক্তার সহ থানা শ্রমিক লীগের অসংখ্য নেতা-কর্মীরা উক্ত র্যালীতে অংশগ্রহণ করে। কেন্দ্রীয় জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহামুদ, মহানগর আ’লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, মহানগর শ্রমীক লীগের সভাপতি কাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না, কেন্দ্রীয় জাতীয় শ্রমিক লীগের অন্যান্য নেতা-কর্মী, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শ্রমিক লীগের অসংখ্য নেতা-কর্মী উক্ত র্যালীতে অংশগ্রহণ করেন।