বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পৌরসভাসহ প্রত্যেকটি গ্রামে গ্রামে জেলা পুলিশের পক্ষ থেকে গতকাল রোববার বেলা ১১টা থেকে বাড়ি বাড়ি গিয়ে আনুষ্ঠানিকতাভাবে তৈরীকৃত ফরম বিতরণ শুরু করেন অফিসার ইনচার্জ শাহ মোঃ মঞ্জুর কাদের। সোনারগাঁও উপজেলা তথা নারায়ণগঞ্জ জেলার প্রত্যেকটি নাগরিককে নিরাপত্তা দেয়ার লক্ষে মালিক-ভাড়াটিয়া তথ্য ফরম বিতরণ করা শুরু হয়েছে।
সোনারগাঁও থানার ওসি শাহ মোঃ মঞ্জুর কাদের বলেন, নিজেদের নিরাপত্তার স্বার্থে এ কাজে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য ইতিমধ্যে সর্বসাধারণকে আহ্বান জানানো হয়েছে। উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভাকে কয়েকটি ভাগে ভাগ করে এ তথ্য ফরম বিতরন করা হচ্ছে। এ কাজের জন্য দায়িত্বে রয়েছেন প্রত্যকটি এলাকার জন্য একজন করে উপ-পরিদর্শক ও তাকে কাজে সহযোগীতা করবে একজন সহকারি উপ-পরিদর্শক। এছাড়াও কোন বাড়ির মালিক ইচ্ছে করলে থানায় ডিউটি অফিসারের কাছ থেকে এ ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। উপজেলার সকল বাড়ির মালিককে সচেতন করার জন্য প্রত্যেক এলাকায় মাইকিং করা হচ্ছে। এছাড়াও স্থানীয় ক্যাবল অপারেটরদের মাধ্যমে প্রত্যেকটি এলাকায় বিজ্ঞাপনের মাধ্যমে সচেতন করা হবে সকলকে। ফরমের তথ্য সংগ্রহের তালিকার মধ্যে মালিক ও ভাড়াটিয়ার নাম ঠিকানা, ছবি, জাতীয় পরিচয়পত্রের আইডি নং, পেশা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা ও কর্মস্থলের পূর্ণ ঠিকানা অন্তর্ভূক্তকরণ বাধ্যতামূলক করা হয়েছে।
উল্লেখ্য- গত ২৭ আগস্ট শনিবার নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকার একটি ভবনে জঙ্গী আস্তানার সন্ধান পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ ঘটনার পর পরই জেলা পুলিশের পক্ষ থেকে মালিক ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের কাজ দ্রুত শুরু করা হয়েছে।
