নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরের স্বনামধন্য বিদ্যাপীঠ সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি রজতজয়ন্তী উৎসব আগামী ২ মে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত জমকালো এ মিলনমেলায় প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশ খ্যাতিমান ব্যবসায়ী নেতা ও নারায়ণগঞ্জ-৫ আসনের নন্দিত সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম ওসমান। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট শিল্পপতি গোলাম নবী মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ নৌ বাহিনী পরিচালিত ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের ব্যবস্থাপনা পরিচালক কমডোর খুরশিদ মালিক। এছাড়াও অতিথি হিসেবে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মহান ভাষা সৈনিক আহসানউল্লাহ মৃধা,বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশীদ,নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব মোঃ আবুল জাহের,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ হোসেন নূরসহ,বিভিন্নস্তরের জনপ্রতিনিধি অন্যান্য গণ্যমান্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য সহিদুল হাসান মৃধা।