বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন শারদীয়া দূর্গোৎসব উপলক্ষ্যে কাপড় ও নগদ অর্থ বিতরণ করলেন বন্দর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ¦ আবেদ হোসেন। বুধবার সকাল ১০টায় সোনাকান্দাস্থ ঋৃষিপাড়া এলাকার হিন্দু সম্প্রদায়ের দুঃস্থদের মাঝে ওই কাপড় বিতরণ করা হয়। কাপড় বিতরণকালে আবেদ হোসেন বলেন,যার যার ধর্ম তার তার কাছে। যারা ধর্মের দোহাই দিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে তারা শয়তান। কে কোন ধর্মের অনুসারী সেটা হিসেবে না করে মানুষ হিসেবেই মানুষের পাশে দাড়ানো উচিত। এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন ২০নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা এম এ কাইয়ূম,নয়াপাড়া মসজিদ কমিটির কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম,মোঃ আলী হোসেন,মোঃ মিলন মিয়া প্রমুখ।