বিজয় বার্তা ২৪ ডট কম
সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাজহরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকার সহায়তায় অবশেষে ৭০ বছর ধরে খেলাধুলার একটি মাঠের হতাশা ও অভাব ঘুচল বলে দাবী এলাকাবাসীর। এমপি খোকার ৩ লক্ষ টাকা ও এলাকাবাসীর সহায়তায় ২৪.৫০ শতাংশ মাঠ বালু ভরাট ও মাঠের পাশেই একটি মসজিদ করার পরিকল্পনা রয়েছে বলে বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে। এমপি’র এ ধরণের সহায়তায় এলাকায় সর্বত্র আনন্দের বন্যা বয়ে যাচ্ছে এবং সর্বস্তরের সকলে এমপিকে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এলাকাবাসী জানান অত্র অঞ্চল শতাব্দীর শুরু লগ্ন থেকে আজও পর্যন্ত নানান ভাবে অবহেলীত ও বঞ্চিত। সোনারগাঁয়ের পশ্চিমে অবস্থান ও জনপ্রতিনিধিদের কল্যানকর ইচ্ছার অভাবে দীর্ঘদিন অত্র এলাকার রাস্তাঘাট ও মসজিদ মাদ্রাসা উন্নয়ন থেকে দূরে রয়েছে। অলিপুরা থেকে কাজীপাড়া ও কেওঢালা হয়ে মহাসড়কের যাবার একমাত্র রাস্তাটি বিভিন্ন জায়গায় ভেঙ্গে গিয়ে দৈন্যদশা ও জনদুর্ভোগ মারাত্মক অবস্থায় বিরাজমান রয়েছে, তাই একমাত্র রাস্তাটি মেরামত ও সংস্কার করা হলে জনগণের চলাফেরা সুগম হাবার পাশাপাশি অত্র এলাকার সামাজিক ও অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন ঘটবে বলে আশা সকলের। এলাকায় দীর্ঘদিন খেলাধুলার একটি মাঠ, মৃত ব্যক্তিদের জানাযা দেবার জায়গার অভাব ছাড়াও কাজহরদী ঈদগাহ ময়দানটিও উন্নয়ন থেকে বঞ্চিত অবস্থায় আছে। উল্লেখ্য এমপি খোকার অবদানে অত্র এলাকার ৩টি ছোট-বড় রাস্তা নির্মাণ ও কাজহরদী হাফেজীয় মাদ্রাসায় সৌর বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। এমপি সাহেবের প্রত্যক্ষ ব্যবস্থাপনা ও একটু সুনজর থাকলে একই জায়গায় মসজিদ, মাদ্রাসা, স্কুল ও একটি খেলার মাঠ গড়ে উঠে একটি সুন্দর কমপ্লেক্স হতে পারে বলে আশা সকলের। উন্নয়নের অংশ হিসেবে অত্র এলাকার ক্ষুদ্র এই চাওয়াগুলো অর্থাৎ মসজিদ, মাদ্রাসা, স্কুল ও রাস্তাঘাটের দিকে এমপি খোকা সহায়তার হাত বাড়িয়ে দিবেন বলে অনুরোধ জানিয়েছেন সর্বস্তরের সকল উপস্থিতি। এ সময় নূরুল হক প্রধান, মিয়াজ উদ্দিন, ফজলুল হক, রাজ্জাক মিয়া, আমান মিয়া, আইয়ুব আলী, মজিবুর রহমান, জামাল মিয়া, হাফেজ জাকারিয়া, আবুল কালাম, হাফেজ নবীর হোসেন, হাফেজ আবু তাহের, নূর হোসেন, দিলবর, নাজির হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের সকলে উপস্থিত ছিলেন।