বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন আশারিয়ার চর সাকিন এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এর আগে রোববার রাতে সাড়ে তিন হাজার ইয়াবা ও আট কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।
সোমার দুপুরে গোয়েন্দা পুলিশের ওসি এসএম আলমগীর হোসেন নিশ্চিত করেছেন।
আটকরা হলেন, কুমিল্লার পাথরের বালি এলাকার নুরুল ইস্লামের ছেলে খাইরুল ইসলাম ও কোতয়ালীর তেলুকুনা থানার তাজুল ইসলামের ছেলে মো ইউসুফ।
গোয়েন্দা পুলিশের ওসি আলমগীর হোসেন জানান, এসআই খোকন চন্দ্র সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আশারিয়ার চর সাকিন এলাকা থেকে দুই যুবককে সন্দেহ হলে তাদের তল্লাশি চালানো হয়। পরে তাদের থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।