বিজয় বার্তা ২৪ ডট কম
বঙ্গবন্ধু সম্পর্কে জানতে এবং বঙ্গবন্ধুর আদর্শকে ভবিষ্যত প্রজন্মের হৃদয়ে স্থান করে নেওয়ার লক্ষ্য নিয়ে ‘একজন শেখ মুজিবের বঙ্গবন্ধু হয়ে ওঠা’ শিরোনামে রচনা প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের উদ্যোগে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এ রচনা প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।
প্রতিযোগীতায় অংশ নেওয়া বিজয়ীদের মধ্য থেকে প্রথম পুরস্কার হিসেবে ৫ লাখ, দ্বিতীয় পুরস্কার হিসেবে ৩ লাখ এবং তৃতীয় পুরস্কার হিসেবে ২ লাখ টাকা প্রদান করা হবে। সংসদ সদস্য সেলিম ওসমানের ব্যক্তিগত তহবিল থেকে এ পুরস্কারের অর্থ প্রদান করা হবে।
নারায়ণগঞ্জ-৫ আসন এলাকার সদর ও বন্দর উপজেলা এবং সিটি করপোরেশনের ১১ থেকে ২৭নং ওয়ার্ড এলাকায় অবস্থিত স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের যে কোন পর্যায়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগীতায় অংশ গ্রহন করতে পারবেন। আগামী ২৪ আগস্ট অফিস চলাকালীন সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যে কোন সময় অংশ গ্রহনকারীরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি), সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এর কার্যালয়ের রচনা জমা দিতে পারবেন।
রচনা জমা দেওয়ার সময় প্রতিযোগীর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত ছাত্রত্বের প্রত্যয়ন পত্র ও প্রতিযোগীর এক কপি পার্সপোট সাইজের ছবি জমা দিতে হবে এবং রচনাটি অবশ্যই স্বহস্তে লিখিত মৌলিক রচনা হতে হবে। একজন প্রতিযোগী ১ টি মাত্র রচনা জমা দিতে পারবেন। রচনার প্রথম পাতায় প্রতিযোগীর নাম, ঠিকানা, শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেনী ও রোল নাম্বার সহ স্পষ্টভাবে মোবাইল নাম্বার লেখা থাকতে হবে।

