বিজয় বার্ত ২৪ ডট কম
বন্দরে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে কদম রসুল কলেজে নবীন বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারী সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ব্যতিক্রমী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই জমকালো নবীনবরণ অনুষ্ঠিত হয়। যেখানে ছিল জনপ্রিয় ব্যান্ডদল ফিডব্যাকের জাকজমক সুপারহিট গান। বাংলাদেশী আইডল খ্যাত বৃষ্টি, চ্যানেল আই ক্ষুদে গানরাজ খ্যাত বেলার গান। গান গেয়েছেন বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন ও মহানগর আওয়ামী মহিলা লীগের সভানেত্রী ইসরাত জাহান খান স্মৃতি। ছিল দুই পর্বের র্যাফেল ড্র। যেখানে পুরস্কার হিসেবে ছিল প্রেসার কুকার, রাইস কুকার, মিক্সার গ্রান্ডার, মাইক্রোওভেন, ৪টি স্যামসাং জে-২ মোবাইল ফোন ও ১টি ল্যাবটপ। এছাড়াও ২১ ফেব্রুয়ারী অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশনের জন্য বেলা ও ফুলকে দুটি ল্যাবটপ উপহার হিসেবে প্রদান করা হয়।
যার পুরো আয়োজনে ছিল সংসদ সদস্য সেলিম ওসমানের ব্যবসা প্রতিষ্ঠান উইজডম অ্যাটায়ার্স লিমিটেড।
প্রথম পর্বের অনুষ্ঠানে সভাপতি, প্রধান অতিথি আর বিশেষ অতিথি হিসেবে মঞ্চে আসন গ্রহণ করেন কলেজের শিক্ষার্থীরাই। যেখানে কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী জতি ইসলাম। প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেন দ্বাদশ শ্রেনীর বিজ্ঞান বিভাগের ছাত্রী মাহমুদা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অর্নাস ২য় বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্রী রাহিমা আক্তার, ও আমেনা খাতুন। পরীক্ষায় তাদের ফলাফলের উপর ভিত্তি করে সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথি নির্ধারণ করা হয়।
শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত অতিথিরা তাদের বক্তব্যে, কলেজে নতুন ভবন, মাল্টিমিডিয়া ক্লাস রুম, কম্পিউটার ল্যাব, আধুনিক সাইন্সল্যাব, কমনরুম, ক্যান্টিন সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সংসদ সদস্য সেলিম ওসমানের সেই সকল সমস্যা সমাধানের দাবী রাখেন।
শিক্ষার্থীদের দাবীর পরিপ্রেক্ষিতে সেলিম ওসমান, কলেজ পরিচালনা পর্ষদের কর্মকর্তাদের কাছ থেকে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপনের জন্য একটি কক্ষ ব্যবস্থা করে দেওয়ার কথা বলেন। কলেজ থেকে কক্ষ দেওয়া হলে সেলিম ওসমান নিজ অর্থায়নে ৫০টি কম্পিউটার দিয়ে আধুনিক কম্পিউটার ল্যাব নির্মাণ করে দেওয়ার ঘোষণা দেন। তবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তথ্য প্রযুক্তির যুগে তোদেরকে ডিজিটালাইজেশনের ব্যবহার জানতে হবে। তবে পুরোপুরি ডিজিটালের উপর নির্ভরশীল হয়ে গেলে চলবে না। ডিজিটালের পাশাপাশি তোমাদেরকে কাগজ কলমের শিক্ষার চর্চা চালিয়ে যেতে হবে।
পুরো অনুষ্ঠানে সংসদ সদস্য সেলিম ওসমান ছাড়াও উপস্থিত ছিলেন সংসদ সদস্যের সহধর্মিনী মিসেস নাসরিন ওসমান। কদম রসুল কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর শিরিন বেগম, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ লায়ন প্রকৌশলী এম এ ওহাব, কলেজের অধ্যক্ষ মাহতাব উদ্দিন, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহাম্মেদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জোহা, সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর শাওন অঙ্কন, বন্দর মুক্তিযোদ্বা সংসদের ডেপুটি কমান্ডার কাজী নাসির, মদনপুর ইউনিয়নে চেয়ারম্যান এম এ সালাম, বন্দর ইউনিয়নে চেয়ারম্যান এহসান উদ্দিন, মুছাপুর ইউনিয়নে চেয়ারম্যান মাকসুদ হোসেন, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, ও কলেজ উদ্যোক্তাদের মধ্যে ফেরদৌস ওয়াহিদ সুমনসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।