বিজয় বার্তা ২৪ ডট কম
আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে নারায়ণগঞ্জ কলেজের নতুন ১০তলা ভবনের দ্বিতীয় ধাপের কাজ শুরু হতে যাচ্ছে। ৮ হাজার স্কয়ার ফিটের ওই ভবনের একাংশের( ৪হাজার স্কয়ার ফিট) তৃতীয় তলা পর্যন্ত শিক্ষা প্রৌকশল অধিদপ্তর এবং বাকি অংশ কলেজের নিজস্ব অর্থায়নে ৫ম তলা পর্যন্ত সম্পন্ন করা হবে। ইতোমধ্যে নতুন ভবনের উভয় অংশের ১০ তলার ফাউন্ডেশনের কাজ সম্পন্ন হয়েছে।
শনিবার ২০ আগস্ট বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ কলেজের পরিচালনা পর্ষদের ৫ম মাসিক সভায় এমন সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
এছাড়াও আগামী ৩ সেপ্টেম্বর সকাল ১১টায় নারায়ণগঞ্জ কলেজের উদ্যোগে কলেজ প্রাঙ্গনে কলেজের শিক্ষার্থী ও জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের নিয়ে জঙ্গীবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। এছাড়াও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রত্ততত্ব বিভাগের অধ্যাপক ড. শাহনেওয়াজ চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আনিসুর রহমান মিঞা, জেলা পুলিশ সুপার মাঈনুল আহম্মেদকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় কলেজের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, উপাধক্ষ্য সহ শিক্ষকদের নিয়ে কলেজের শিক্ষা ব্যবস্থা সহ সকল প্রকার কর্মকান্ডের ব্যাপারে মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে।
৩ সেপ্টেম্বর জঙ্গীবাদ বিরোধী সমাবেশকে সামনে রেখে কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি এমপি সেলিম ওসমান কলেজের শিক্ষার্থীদের মাঝে ‘ জঙ্গীবাদ মোকাবেলায় ছাত্র সমাজের ভূমিকা’ শীর্ষক শিরোনামে রচনা প্রতিযোগীতার ঘোষণা দিয়েছেন। প্রতিযোগীতায় অংশ গ্রহনকারীদের মধ্য থেকে বিজয় ৩জনকে তার ব্যক্তিগত তহবিল থেকে একটি করে ল্যাপটপ পুরস্কার হিসেবে প্রদান করা হবে।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের সভাপতিত্বে ৫ম মাসিক সভায় আরো উপস্থিত ছিলেন, পরিচালনা পর্ষদের সদস্য এম এ হাতেম, মোস্তফা কামাল, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী চাঁদ সুলতানা, উপাধক্ষ্য ফজলুল হক রুমন রেজা।
