বিজয় বার্তা ২৪ ডট কম
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক সাংসদ সদ্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তকে নিয়ে ফেসবুকে নাসিকের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ কটাক্ষ করায় গ্রেফতারের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ আওয়ামীলীগের তৃনমূল।
সোমবার বিকেল থেকেই ফেসবুকে যুবদল নেতা খোরশেদকে গ্রেফতারের দাবি জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন তারা।
আজ সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সানি আহমেদ পরশ তার ফেসবুক আইডিতে খোরশেদকে গ্রেফতারের দাবি জানায়। এসময় তিনি বলেন, বিকৃত চিন্তাধারার মানুষ কাউন্সিলর খোরশেদ, কুৎসিত তার চিন্তাধারা, না হলে সদ্য প্রয়াত সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তকে নিয়ে এই ধরনের বাজে মন্তব্য তিনি করতে পারতেন না, এই ধরনের পশুরুপী চিন্তাধারার মানুষ কিভাবে কাউন্সিলর নির্বাচিত হয়, তা খতিয়ে দেখার বিষয়, মি. খোরশেদ আপনি সরাসরি অতবার সংসদ ভবন দেখেন নাই যতবার বাবু সুরুঞ্জিত সেন গুপ্ত সাংসদ নির্বাচিত হয়েছেন, এ ধরনের বিকৃত চিন্তাধারার মানুষ কাউন্সিলর খোরশেদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।
তার দেওয়া স্ট্যাটাস দেখে কমেন্টস করে সৈয়দ মোস্তাক আহমেদ হাসিব নামে একজন বলেন বরিশাল এ আটক হয়। আর ইনো?? ইনো কি প্রশাসন নাইক্কা? নাকি তারা কাডের চশমা লাগাইয়া কালা চশমা আইটেম সং দেখতাছে??
মোহাম্মাদ সোহাগ নামে একজন কমেন্টস করেন, একজন আদর্শ লিডারকে নিয়ে যারা এই রকম কাজ করে তারার মানুষ না তারা নিশ্চিত অমানুষ। রেসপপেক্ট রইল সুরঞ্জিত স্যারের জন্য।
উল্লেখ্য গত ২ ফেব্রুয়ারী কাউন্সিলর খোরশেদ তার ফেসবুক আইডি থেকে সুরঞ্জিত সেনগুপ্তের সাথে ফেরাউনের এত মিল সম্ভব বলে এটি স্ট্যাটাস দেন। এসময় তিনি ফেরাউন ও সুরঞ্জিত সেনগুপ্তের সংযু্ক্ত একটি ছবি পোষ্ট করেন।
এদিকে গত ৪ ফেব্রুয়ারী লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সুরঞ্জিত সেনগুপ্ত মৃত্যু বরন করেন। তার মৃত্যু সংবাদে নেমে আসে শোকের ছায়া। আওয়ামীলীগ ও বিএনপির নেতৃবৃন্দসহ তাকে সমাবেতনা জানাতে ছুটে যান।
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও শোক প্রকাশ করেন। সুরঞ্জিত সেনগুপ্তের লাশ দেখতে ছুটে যান এবং পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।
যুবদল নেতা ও কাউন্সিলর খোরশেদের এমন অমানবিক মন্তব্যকে অশোভন দৃষ্টিতে দেখছেন নারায়ণগঞ্জের সচেতন মহল।
এদিকে সুরঞ্জিত সেনগুপ্তকে নিয়ে ফেসবুকে কটাক্ষ করায় ৫ ফেব্রুয়ারী রবিবার বরিশালের গৌরনদীতে যুবদল কর্মী মো. হাবুল খলিফাকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান বলেন, কেউ এখনো বিষয়টি নিয়ে অভিযোগ করেননি। কেউ অভিযোগ করলে আমরা যথাযথ ব্যবস্থা নিবো।
প্রসঙ্গগত, এর আগেও যুবদল নেতা ও কাউন্সিলর মাকসুুদুল আলম খন্দকার খোরশেদ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে নিয়ে ফেসবুকে খারাপ মন্তব্য করায় সমালোচনায় পরেন।