বিজয় বার্তা ২৪ ডট কম
শহরের গোগনগর সুকুমপট্টি এলাকায় দুইশ অসহায় দু:স্থ্য পরিবারের মুখে ঈদের হাসি ফোটালেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের পুত্র অয়ন ওসমান। বৃহম্পতিবার সকালে অয়ন ওসমানের উদ্যোগে সুকুমপট্টি এলাকায় দুইশ অসহায় পরিবারের মাঝে উন্নত মানের ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আর ঈদের পূর্বে উন্নত মানের ঈদ খাদ্য সামগ্রী পেয়ে খুশিতে আবেগাপ্লুত হয়ে অসহায় নারী-পুরুষরা অয়ন ওসমানের জন্য দু’হাত উচিয়ে আল্লাহর দরবারে দোয়া কামনা করেন।
ঈদ খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন মো: ফরিদ, রাসেল, রবি, হাসান, অনিক, হাবিব, পারভেজ, জুয়েল, রবিন, ইমন প্রমুখ।
উল্লেখ্য, গত বছরের ন্যায় এবছরও অয়ন ওসমানের উদ্যোগে বিভিন্ন মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের জন্য ইফতারে উন্নত মানের খাবারের আয়োজন, মসজিদ-মাদ্রাসার উন্নয়ণে আর্থিক অনুদান, এতিমদের নতুন পোষাক বিতরণ, অসহায়দের মাঝে ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণসহ বিভিন্ন সেবামূলক কর্মসূচী পালন করা হয়েছে।