বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জের গোদনাইলে পশুর হাটের দখল টিকিয়ে রাখতে সন্ত্রাসীর খোকন বাহিনীর নতুন নাটকের দৃশ্য সৃষ্টি করেছে। ইজারাদারকে সমঝোতার কথা বলে হাটে নিয়ে রোববার দুপুরের এলাকাবাসীর ও মুক্তিযোদ্ধারের সকলের সামনে সমঝোতার মাধ্যমে এ হাট করার কথা বলিয়ে সন্ত্রাসী খোকন এখন নিজেই হাট করতে চাচ্ছে। এনিয়ে রাত সাড়ে ৭ টা থেকে বসা ৩ঘন্টার বৈঠকে হাটের প্রকৃত ইজারাদার সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার বীর মুক্তিাযোদ্ধা ও সিদ্ধিরগঞ্জ থানা মুক্তিযোদ্ধা বহুমূখী সমবায়ের চেয়্যারম্যান বীরমুক্তিযোদ্ধা শাজাহান ভুইয়া জুলহাস হাট দখলদার খোকন বাহিনীকে ৫০% শেয়ার দেওয়ার প্রস্তাব দিলেও সে তা গ্রহণ না করে একাই হাট করবে বলে ঘোষনা দিয়ে সমঝোতার পথ বন্ধ করে দিয়েছে। এনিয়ে মুক্তিযোদ্ধা ও সন্ত্রাসীদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। সে কোন মুহুর্তে এ হাট নিয়ে রক্তই সংঘাত সৃষ্টি হতে পারে। তাই প্রশাসনকে এখনই হাট বন্ধ করতে না হলে অবৈধ ইজারাদারদের উচ্ছেদ করে বৈধ ইজারাদারদের হাট করা ব্যবস্থা গ্রহন ক এলাকাবাসী আহবান করেছে।
এলাকাবাসী জানায়, ২১ আগষ্ট থেকেই সন্ত্রাসী খোকন বাহিনী ইব্রাহিম ট্রেক্সাইল মিলস বালুর মাঠ দখল নিয়ে রেখেছে। এনিয়ে কয়েক ভার প্রকৃত ইজারাদার মুক্তিযোদ্ধারা মিলে মিশি হাট করার প্রস্তাব দিলে সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধাদের হাট করতে দিবেনা বলে জানিয়ে দেয়। তার পরে থেকে সন্ত্রাসীরা প্রতিদিন সন্ধ্যার পরে থেকে মহড়া দিয়ে মুক্তিযোদ্ধারের মনে বৃতু সৃষ্টির চেষ্টা করেছে। কিন্তু মুক্তিযোদ্ধারা এ বিষয়ে প্রশাসনের সকল ব্যাক্তিদের কাছে লিখিত ভাবে হাট পাওয়ার ব্যাপারে আবেদন কর। প্রশাসন ব্যাবস্থা গ্রহন করার আগেই রোবাবার দুপুরের হাটের প্রকৃত ইজারা দার সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার বীর মুক্তিাযোদ্ধা ও সিদ্ধিরগঞ্জ থানা মুক্তিযোদ্ধা বহুমূখী সমবায়ের চেয়্যারম্যান বীরমুক্তিযোদ্ধা শাজাহান ভুইয়া জুলহাসকে নারায়ণগঞ্জ আদালত পাড়া থেকে গাড়ি করে এনে সন্ত্রাসী খোকন বাহিনী সমঝোতার করার প্রস্তার দেয়। সে সমঝোতার প্রস্তাবে বীর মুক্তিযোদ্ধা সারা দিয়ে সকলের সামনে রাতে বসে আলোচনার মাধ্যেমে সমাদান করা প্রস্তা দিলে খোকন বাহিনী রাজি হয়। রাত সাড়ে ৭ টার দিকে শাজাহান ভূইয়া হাট দখলদারদের ৫০% শেয়ার দেওয়ার কথা বললে সন্ত্রাসী খোকন প্রস্তাব না কোছ করে একাই হাট করবে বলে ঘোষনা দেয়। এনিয়ে সমঝোতার না হয়ে উক্তজনা দেখা দেয়। যা এখন সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে।
এবিষয়ে মিটিং উপস্থিত এক মুক্তিযোদ্ধা জানান, খোকন হাটটি বন্ধ করে তার ইশারায় ১০নং ওয়ার্ডে চিত্তরঞ্জন মাঠের হাঠ ইব্রাহিম মিলে পশুগুলোকে নেওয়ার পায় তারা করছে বলে জানান। এ হাটি বাতিল হলে সকল পশুব্যবসায়ীরা আশপাশে কোন হাট না পেয়ে চিত্তরঞ্চন মাঠে হাটে যাবে এটাই স্বাভাবিক। তাই ইচ্ছে করে খোকন তার বাহিনী দিয়ে হাট দখল করিয়ে নতুন এক নাটকের দৃশ্য সৃষ্টি করেছে।
হাটের ইজারাদার সিদ্ধিরগঞ্জ থানা মুক্তিযোদ্ধা বহুমূখী সমবায়ের চেয়্যারম্যান বীরমুক্তিযোদ্ধা শাজাহান ভুইয়া জুলহাস জানান, আমি হাটে গিয়ে তাদের সমঝোতার প্রস্তাবে সাড়া দিয়ে রাতে বসে সকলে মিলে যাতে হাট করতে পারি তা বলে আসি। সকলে মিলে ৫০% শেয়ার প্রস্তার দিলে খোকন বাহিনী তা না মেনে সে একাই ৪৫% শেয়ার দাবি করে। তার দাবি না মানায় সে একাই হাট করবে বলে ঘোষনা করে। তাই এ হাট নিয়ে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। আমি প্রশাসনের প্রতি আহবান করবো আমাদের হাট করার ব্যবস্থা করে দিন। সকলে মিলে হাট করতে চাই।
