বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১ হাজার বোতল ফেন্সিডিল সহ স্বামী স্ত্রী সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।আজ শুক্রবার ভোরে
জেলার সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকীর নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি টিম তাদের গ্রেফতার করে।
গ্রেফতার কৃতরা হলেন, লালমনিরহাট জেলার সদর থানা এলাকার মো আবেদ আলীর ছেলে আশরাফ আলী ও স্ত্রী মুক্তা বেগম ও তাদের সহযোগী রুপগঞ্জ উপজেলার আব্দুল হামিদের ছেলে জায়েদুল ইসলাম।
শুক্রবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (ক-অঞ্চল) মেহেদী ইমরান সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ সময় পুলিশ ৪টি প্লাস্টিকের বস্তায় বিশেষ কায়দায় লুকানো এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এই ফেনসিডিল গুলো ভারতীয় তৈরি লালমনিরহাট জেলার সীমান্ত এলাকা হইতে বিভিন্ন পরিবহনের মাধ্যমে এনে ঢাকা ও নারায়ণগঞ্জসহ আশেপাশের মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করতো বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।