বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে নারী পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব। তারা টিকটক হৃদয় গ্রুপের সদস্য।
শনিবার রাতে র্যাব-১১ এর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে তাদের আটক করা হয়। তারা হলেন- মো. রুবেল সরকার ওরফে রাহুল ও তার স্ত্রী সোনিয়া।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, আটকরা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা ১৫ থেকে ২৫ বছর বয়সী সুন্দরী তরুণীদের বিদেশে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে অসামাজিক কার্যকলাপের উদ্দেশ্যে পাচার করতেন। এ চক্রের সদস্যরা পাচার করা নারীদের হোটেলে নিয়ে গৃহবন্দি করে রাখতেন। বিদেশে থাকাকালীন তরুণীদের কোনো অবস্থাতেই নিজের ইচ্ছায় হোটেলের বাইরে যেতে দেয়া হতো না। এছাড়া প্রাথমিক অবস্থায় তরুণীরা আসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হতে রাজি না হলে জোর করে বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য প্রয়োগ করা হতো।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তাদের সঙ্গে রিফাদুল ইসলাম হৃদয় ওরফে টিকটক হৃদয়ের সরাসরি যোগাযোগ রয়েছে।