বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শামীম ও মনির নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১২ টায় থানার বার্মাষ্টান্ডস্থ কবরস্থানের পাশের পুকুর থেকে এই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- সিদ্ধিরগঞ্জ এসও এলাকার রবিউল আলমের ছেলে মো. শামীম (৮) ও একই এলাকার আব্দুল জব্বারের ছেলে মনির (৭)।
এদিকে ১০ জানুয়ারী থেকে শিশু দুটি নিখোঁজ থাকায় তাদের পরিবার ১১ জানুয়ারী সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন।যার- জিডি নং- ৪৯০, তাং- ১১-০১-২০২০ ইং।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, সোমবার সকালে দুই শিশুর লাশ পুকুরে ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশগুলো শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে পুকুরে গোসল করতে গিয়ে তারা ডুবে নিহত হয়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।