বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী আইন ছাত্র পরিষদের উদ্যোগে গরীব ও অসহায় দু:স্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বাদ আসর ৫নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ ওমরপুর এলাকায় শতাধিক গরীব ও অসহায় দু:স্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ আওয়ামী আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক এড. মো: জুয়েল আজাদের সভাপতিত্বে এবং ৫নং ওয়ার্ড যুবলীগ নেতা মো: শরীফ হোসেনের সার্বিক সহযোগিতায় উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. খোকন সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মো: ইয়াছিন মিয়া, সদস্য বাদল মেম্বার, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক বদুর উদ্দিন বদু এবং থানা পূঁজা উদ্যাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
এসময় বক্তারা বলেন, সমাজের প্রতিটি ধনী ব্যক্তিরা যদি অসহায় ও দু:স্থদের পাশে এসে দাড়ায় তাহলে বাংলাদেশ আরো এগিয়ে যাবে এবং ক্ষুধা ও দরিদ্র মুক্ত হবে।