বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে এমভি আহমদর রহমান জাহাজের ইঞ্জিন চালক (গ্রীজার) মোঃ সবুজ (৩৪) নামে এক ব্যক্তির আতœহত্যার ঘটনা ঘটেছে। চট্রগ্রাম জেলার মিরশরাই থানা এলাকার মৃত শরিফ মিয়ার ছেলে জাহাজের শ্রমিক মোঃ সবুজ। শনিবার ২০ জুন দুপুরে সিদ্ধিরগঞ্জ সাইলো এলাকায় শীতলক্ষ্যা নদীর ঘাটে চট্রগ্রাম থেকে আসা মালবাহি এ জাহাজের ভিতরে তার নিজ রুমের দরজা ভিতরে লক করে গামছা দিয়ে পেচানো অবস্থায় তার জুলন্ত লাশ দেখা যায়।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এস.আই সাইদুজ্জামান ও কাঁচপুর ফাড়ির নৌ-পুলিশ ঘটনাস্থলে আসেন। পরে কাঁচপুর ফাঁড়ির নৌ-পুলিশ অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম, এস.আই রফিকুল ইসলাম, এ.এস.আই আলীমুল ইসলাম‘সহ ঘটনাস্থলে এসে রাত ৮টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।