বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ট্রাকচালক নিহত হয়েছেন।
বুধবার ভোরে ওই থানার শিমরাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. সিরাজ ঝিনাইদহের মহেশপুর থানার কৈখালিপাড়ার মো. মনু মিয়ার ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) আজিজুল হক জানায়, ফতুল্লার শিয়াচর থেকে ট্রাকবোঝাই কার্টন নিয়ে আশুলিয়ায় যাচ্ছিলেন সিরাজ। শিমরাইল ডাচ-বাংলা ব্যাংকের সামনে কয়েকজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। ওই সময় ট্রাকের হেলপার রাজুর চিৎকারে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা সিরাজকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।