বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে এ্যাম্বুলেন্সসহ দিন ইসলাম নামে এক ছিনতাইকারীকে আটক করেছে। সিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে পুলিশ শনিবার রাতে তাকে আদ-দ্বীন হাসপাতালের এ্যাম্বুল্যান্সসহ আটক করে। সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় আসার পথে ছিনতাইকারী দিন ইসলাম কৌশলে এ্যম্বুলেন্স ছিনতাইয়ের চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।
জানা যায়, এক প্রবাসীকে নিয়ে ঢাকার আদ-দ্বীন হাসপাতালের এ্যম্বুলেন্স চালক নাসির উদ্দিন বিমান বন্দর থেকে মালামালসহ সিদ্ধিরগঞ্জের সানারপাড়া পৌছে। এসময় ছিনতাইকারী দিন ইসলাম কৌশলে এ্যাম্বুলেন্স নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ ঘটনা টহল পুলিশ জানতে পেরে পিছনে ধাওয়া করে। পরে সিদ্ধিরগঞ্জ থানার এস আই রেজাউল করিম সানারপাড়া রওশন আরা কলেজের সামনে থেকে এ্যাম্বুলেন্সসহ দিন ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে। গতকাল রবিবার ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এস আই রফিকুল ইসলাম জানায়, কৌশলে এম্বুল্যান্স ছিনতাই করার জন্য সানারপাড় থেকে পুলিশ এ্যাম্বুলেন্সসহ দিন ইসলামকে আটক করেছে। ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।