বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী হামলার ঘটনায় মহিলাসহ ৮ জন আহত হয়েছে। গোদনাইল নয়াপাড়া এলাকার ট্যাংকলরী চালক সেলিমের বাড়িতে রবিবার রাতে একদল সন্ত্রাসী হামলা চালায়। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। রাতেই ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় জয়নাল গ্রুপ এ হামলা করেছে বলে এলাকাবাসী জানায়। হামলার ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে।
জানা যায়, সিদ্ধিরগঞ্জের গোদনাইলের নায়াপাড়া এলাকার ট্যাংকলরী চালক সেলিমের বাড়িতে একদল সন্ত্রাসী হামলা চালায়। পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় জয়নাল গ্রুপ সেলিমের বাড়ি-ঘরে হামলা চালায়। এসময় বাড়ি ঘরের আসবাবপত্র ভাংচুর করেছে। সন্ত্রাসীদের হামলায় মহিলাসহ ৮ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা হলো- সেলিম (৪০), সুফিয়া বেগম (৬০), সাহানা (৩০), রিদয় (২৫), তাসলিমা (৩০), হাসনা (৩২)। পূর্ব শত্রুতার জের ধরে জয়নাল গ্রুপের মাচ্ছা হযরতের নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসী হামলা চালায় বলে সেলিম জানায়। সেলিম আরও জানায় ডিবি এর এক দারোগা বিষয়টি মিটিয়ে ফেলার জন্য ফোনে তাকে জানায়। অন্যথায় তার বিরুদ্ধে নারী নির্যাতন মামলা দিয়ে হয়রানি করা হবে বলে হুমকি দেয়। সংঘর্ষের খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই আজাহার ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এস আই আজহার জানায়, তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।