বিজয় বার্তা ২৪
কোন প্রকার কর আরোপ ছাড়াই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০১৬-২০১৭ অর্থ বছরে ৬শ ১ কোটি ২০ লাখ ২৯ হাজার ৭৯১ টাকার উন্নয়ন করেছেন মেয়র ড. সেলিনা হায়াৎ আইভী। বুধবার সকালে সিটি করপোরেশন প্রাঙ্গনে এই বাজেট ঘোষনা করা হয়।
এসময় প্যানেল-১ মেয়র ওবায়েদউল্লাহ, সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান হাবিব, নগর পরিকল্পনাবিদ মো: মঈনুল ইসলাম প্যানেল মেয়র-২ মনিরুজ্জামান, প্যানেল মেয়র-১ শারমিন হাবিব বিন্নি, জেলা যুবলীগ সভাপতি আব্দুল কাদির,নারায়ণগঞ্জ নাপগরিক কমিটির সভাপতি এড. এবি সিদ্দিক, সাধারন সম্পাদক আব্দুর রহমান, ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি, জাসদ জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহর আলী, খোলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক জহিরুল ইসলাম, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ সহ শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাজেট ঘোষনার সময় সিটি মেয়র বলেন, ২০১৬-২০১৭ অর্থ বছরে বাজেটের ২২ কোটি টাকার উদ্বৃত্ত বাজেটে ৫৭৮ কোটি টাকা ব্যায় ধরা হয়েছে। এর মধ্যে উন্নয়ন খাতে ব্যায় ধরা হয়েছে ৫২৬ কোটি টাকা। তিনি জানান মুল বাজেটে বৈদিশিক সাহায্য প্রাপ্তি দেখানো হয়েছে ৩০৯ কোটি টাকা।
মেয়র আরো জানান, এবারের বাজেটে দারিদ্র বিমোচন, তথ্য প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামোগত উন্নয়ন যথা রাস্তা, রাস্তা ড্রেন কালভার্ট নির্মান সহ খেলাধুলার মান উন্নয়ন, স্ট্রীট লাইট স্থাপন,জলাবদ্ধতা দুরীকরন, বর্জ স্থাপনা আধুনিকায়ন ইত্যাদি বিষয়ে বিশেষ বরাদ্ধ রাথা হয়েছে।
