বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার আন্দোলন উপ পরিষদের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন”- শীর্ষক এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ১ অক্টোবর ২০২৪ তারিখ বিকেল পাঁচ টায় জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা লক্ষ্মী চক্রবর্তীর সভাপতিত্বে নারায়ণগঞ্জ শহরের মেট্রো হল সংলগ্ন প্রধান সড়কে অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য প্রদান করেন- জেলার লিগ্যাল এইড সম্পাদক সাহানারা বেগম, সমাজ কল্যাণ সম্পাদক রওশন আরা বেগম, শহর কমিটির উপদেষ্টা শীলা রায়, শহর সংগঠন সম্পাদক নীলা আহমেদ এবং পরিচালনা করেন প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা। আরো উপস্থিত ছিলেন জেলার সিনিয়র সদস্য কমলা দে, শহর অর্থ সম্পাদক কাওছার আক্তার পান্নাসহ জেলা ও পাড়ার অর্ধ শতাধিক সদস্য।
বক্তারা – আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান। তারা বলেন- নারায়ণগঞ্জ জেলাসহ সারাদেশে এই উৎসব যাতে সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে পালিত হয়, প্রশাসন ও আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়। নারী ও শিশুরা যাতে নিরাপদে দুর্গোৎসব পালন করতে পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি থাকুক। সকলে মিলে মিশে আনন্দ উপভোগ করুক- এই পরিবেশ সৃষ্টি করতে হবে। এই কর্মসূচি বাংলাদেশ মহিলা পরিষদ সারা দেশব্যাপী একযোগে পালন করে।