বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি তথা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন বলেছেন,সেবা মানুষের পরম র্ধম। সেবা করে একদিকে যেমন মানুষের উপকার,অন্যদিকে আল্লাহর সন্তষ্টি লাভ করা যায়। সেবা দিয়ে মানুষের মন জয় করাও সহজ। বৃহস্পতিবার সকাল ১১টায় জাতির জনক বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী তথা জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের অর্থায়নে ‘‘মঙ্গল সোসাইটি’’র উদ্যোগে আয়োজিত মাসব্যাপী বিনামূল্যে রক্ত পরীক্ষা কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধণকালে তিনি এসব কথা বলেন। আনোয়ার হোসেন আরো বলেন,মানুষের সেবা করতে গিয়ে বঙ্গবন্ধু শহীদ হয়েছেন। সেই বঙ্গবন্ধু’র আতœার প্রতি সম্মান জানিয়ে মঙ্গল সোসাইটি’র বিনামূল্যে রক্ত পরীক্ষা কর্মসূচী মাইলফলক হয়ে থাকবে বলে আমি মনে করি। মঙ্গল সোসাইটি মানুষের কল্যাণে যেভাবে কাজ করে যাচ্ছে তাতে তাদের ভবিষ্যত উজ্জল। আমার দৃঢ় বিশ্বাস কেবল ঢাকা-নারায়ণগঞ্জ নয়,মানব কল্যাণে‘‘মঙ্গল সোসাইটি’’একদিন বাংলাদেশে বিরল দৃষ্টান্ত স্থাপন করবে। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন এটিএন বাংলার চীফ এ্যানিমেটর আলী আসগর ইমন,সাপ্তাহিক অপরাধ চক্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক আমেনা খাতুন ও নারায়ণগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আবু তাহের। মঙ্গল সোসাইটি’র পরিচালক বাপ্পী আকনের সার্বিক তত্ত্বাবধানে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের কথা’র সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ,সাপ্তাহিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু,সাপ্তাহিক অপরাধ চক্র’র নারায়ণগঞ্জ ব্যুরো প্রধাণ নজরুল ইসলাম সরকার নয়ন,মঙ্গল সোসাইটির পরিচালক হাফিজুর রহমান,সাকিব আরমান প্রমুখ। এদিকে বিশেষ অতিথি’র বক্তব্যে আলী আসগর ইমন বলেন,সেবা’ই মানবতা। মানুষের সেবা করে মৃত্যুবরণ করাও সওয়াব। কোন ব্যাক্তিস্বার্থ হাসিলের জন্য নয়। অসহায় দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। আমাদের লক্ষ্য,হতদরিদ্র মানুষ যাতে সব ধরণের চিকিৎসা সেবা এবং অন্ন-বস্ত্র-বাসস্থান সুবিধা অর্জণ করতে পারে। অপরাপর বিশেষ অতিথি আমেনা খাতুন বলেন,মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। এই উদার শ্লোগানকে সামনে রেখেই আমাদের প্রত্যেকেরই উচিত অসহায় মানুষের পাশে দাড়ানো। মঙ্গল সোসাইটি’র উদ্যোগ সত্যিকার অর্থেই প্রশংসনীয়। ক্রমান্বয়ে তারা দেশব্যাপী যেভাবে অসহায় মানুষের জন্য নিরলসভাবে ভূমিকা রেখে চলেছে আগামীতে তারা দেশ জুড়ে নিঃসন্দেহ একটি শক্তিশালী অবস্থান দখল করবে।
প্রসঙ্গত: জরুরী রক্তের প্রয়োজনে রক্তদাতার সন্ধানে একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি করে আসছে সাভারের জামগড়ায় প্রতিষ্ঠিত ‘‘মঙ্গল সোসাইটি’। তারই ধারবাহিকতায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি তথা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন মাসব্যাপী এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধণ করেন।
