স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সমাবেশ করার অনুমতি পেলো বিএনপি।
রবিবার সন্ধ্যার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এ অনুমতি দেয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপির সহ দফতর সম্পাদক আসাদুল শাহীন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা মামলায় অভিযোগপত্র দেওয়ার প্রতিবাদে সোমবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনের ভাসানী মিলনায়নে যৌথ সভায় বিক্ষোভ সমাবেশ কর্মসূচির ঘোষণা দেয় মহানগর বিএনপি।
চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৫১ জন বিএনপি নেতার নামে নাশকতা মামলায় অভিযোগপত্র দাখিলের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়।