বিজয় বার্তা ২৪ ডট কম
সরকারী ভাবে নির্বাচিত নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ সফল সংগঠক এম এ মান্নান ভূঁইয়া ও তার পরিবার মাদক সন্ত্রাসী মামলার আসামীদের অব্যাহত হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভূগছে বলে অভিযোগে প্রকাশ। মান্নান ভূঁইয়ার হত্যা চেষ্টাকারী মামলার আসামী ও তাদের অস্ত্রধারী বাহিনী শুধুমাত্র মামলা তুলে নেওয়ার জন্য সমাজকর্মী মান্নান ভূঁইয়াকে ও তার পরিবারকে জীবনে মেরে ফেলার জন্য এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার লক্ষ্যে এলাকার মধ্যে এক অসস্তিকর পরিবেশ সৃষ্টি করেছে মামলার আসামীরা। ঘটনাটি সিদ্ধিরগঞ্জ থানাধীন পাঠানটুলী আইলপাড়া এলাকায় ঘটছে। অথচ দেখার কেউ নেই। যার ফলে শঙ্কিত ও আতঙ্কিত ভূক্তভোগী পরিবারটি।
ঘটনার বিবরণে জানা যায়, স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া ও সংগঠনের সদস্যরা দীর্ঘদিন যাবৎ প্রশাসনের সহযোগিতায় সন্ত্রাস ও মাদক বিরোধী সামাজিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। যার দরুন পাঠানটুলী আইলপাড়া ও হাজীগঞ্জ এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক বিক্রেতারা ক্ষিপ্ত হয়ে গত ১৮ই’ আগষ্ট সমাজকর্মী মান্নান ভূঁইযাকে অতর্কিত ভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করে রক্তাক্ত জখম করে আহত করা হয়। এই ঘটনায় চিহ্নিত ৮ জনকে আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় ১৯ আগস্ট একটি মামলা দায়ের করে ভূক্তভোগী। মামলা করার পর থেকে মামলা উঠিয়ে নেওয়ার জন্য মামলার আসামী সন্ত্রাসীদের গডফাদার শাহ্জাহান, শহিদুল্লাহ্, সাঈদুল, হিয়াইল্লা ইয়াছিন, দেলোয়ার হোসেন দেলু, জামান, হিমেল, ডি.এইচ.বাবুলসহ তাদের অস্ত্রধারী বাহিনী একের পর এক রাস্তা ঘাটে এবং বাড়িতে গিয়ে হুমকি ধমকি দিচ্ছে। কয়েকবার বাড়িতে হামলাও চালানোর চেষ্টা করেছে। এছাড়া মান্নান ভূঁইয়া ও তার পরিবার পরিজনকে বিবাদী করে হত্যা চেষ্টাকারীরা কয়েকটি মিথ্যা বানোয়াট সাজানো আদালতে মামলা দিয়ে হয়রানীর চেষ্টা চালাচ্ছে। বর্তমানে সামাজিক ভাবে মানসম্মান নষ্ট করার জন্য সন্ত্রাসীরা এলাকার মধ্যে অশ্লিষ্ট পোষ্টার ও ব্যানার ফেস্টুন লাগিয়েছে। শুধুু তাই নয় প্রশাসনের কাছে খারাপ বানানোর জন্য মামলার আসামীরা একের পর এক মিথ্যা অভিযোগ দিয়েই যাচ্ছে। মাদক সন্ত্রাসী আসামীদের মধ্যে র্যাবে হাতে নিহত মাষ্টার দেলুর অন্যতম সহযোগী শাহ্জাহান, শহিদুল্লাহ্ ও ডিএইচ বাবুল এলাকার কিছু গন্যমান্য ব্যক্তিদের ভয়ভীতি দেখিয়ে প্রতিবাদ সভার নামে সমাজকর্মীদের দিয়ে নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। যা অত্যান্ত নিন্দনীয়। অনেক মুরুব্বী মাদক সন্ত্রাসীদের প্রতি ঘৃনায় থুথু ছিটাচ্ছে। প্রশাসনের লোকজন সঠিক তদন্ত করলে সত্য বেরিয়ে আসবে বলে এলাকাবাসী জানান। শহিদুল্লাহ, হিমেল, রাশেদ, স্বপন, মোহন, রাজিব, ইস্তি, সজিব, কেরাম বাবুলসহ আরো কয়েকজন এলাকায় প্রকাশ্যেই সন্ত্রাসী কার্যকলাপ করে বেরাচ্ছে। এলাকার মধ্যে সন্ত্রাস ও মাদক বিরোধী কমিটি নাম দিয়ে মামলার আসামীরা শাহ্জাহান মোড়লের নেতৃত্বে মাদক সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে সমাজকর্মীদের অহেতুক হয়রানী করে বেরাচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। মাদকসন্ত্রাসীরা এখন মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে আরো বেশি করে তাফাল্লিং করছে। বর্তমানে সমাজকর্মী মান্নান ভূঁইয়া ও তার পরিবার এবং আত্মীয় স্বজন মাদক সন্ত্রাসী আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন এবং এ ব্যাপারে জেলা প্রশাসন সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে যথাযত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে বলে এলাকাবাসী আশাবাদী।