বিজয় বার্তা ২৪ ডট কম
ইক্বরা আদর্শ বিদ্যানিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার ২৫ জানুয়ারি সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড এর কুসুমবাগস্থ ইক্বরা আদর্শ বিদ্যানিকেতন স্কুল প্রাংগনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর উপকমিটির সদস্য ও ইক্বরা আদর্শ বিদ্যানিকেতন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ জমশের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাহিদা বারিক বলেন,পৃথিবীতে যত সম্পদই থাক না কেন পিতা মাতার নিকট সন্তানই হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ। তাই প্রত্যেক পিতামাতার স্বপ্ন থাকে তার সন্তান আলোকিত মানুষ হয়ে পিতামাতার স্বপ্ন পুরনের পাশাপাশি মানুষের কল্যাণে আত্ননিয়োগ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করুক।পিতামাতার সে স্বপ্ন বাস্তবায়নে একজন শিক্ষার্থীকে সু শিক্ষায় শিক্ষিত হতে হবে। কেননা শিক্ষা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে।
অভিভাবকও শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে তিনি আরো বলেন, লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা করতে হবে।শিশুরা আপন মনে খেলবে, ওদের ভাল কাজ গুলোতে বেশি বেশি উৎসাহ যোগাতে হবে। নিজ সন্তানের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি আশেপাশের পরিবেশটাও সুন্দর করতে হবে।কেননা ওরাই আগামী দিনে নেতৃত্ব দেবে। এ প্লাসের জন্য ওদেরকে চাপ দিবেন না। নৈতিক শিক্ষায় শিক্ষিত করুন, সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলুন। এমন ভাবে সন্তানকে গড়ে তুলুন যাতে ওরা কখনোই আপনাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে না পাঠায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম আবু তালেব, নারায়ণগঞ্জ সদর উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার গুলশান আরা,সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার এইচ এম এ মালেক, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মনিরুল আলম সেন্টু প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ভুইয়া, বীরমুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহমান মুন্সি, বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান মুন্সি, কুসুমবাগ জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ লিয়াকত আলী খান, সাধারণ সম্পাদক আব্দুল হক শিকদার, আওয়ামীলীগ নেতা ডাঃ মোঃ রফিকুল ইসলাম, ইক্বরা আদর্শ বিদ্যানিকেতন স্কুলের প্রধান উপদেষ্টা হাজী মোঃ শহিদুল্লাহ, উপদেষ্টা সদস্য গিয়াসউদ্দিন বেপারি, প্রতিষ্টাতা সদস্য ও সাবেক সভাপতি মোঃ হানিফ সরকার, সদস্য শাহজালাল খান শাকিল, মনিরুল আলম দিপু। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন কমিটির আহবায়ক মোঃ আলতাফ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক সোনিয়া দেওয়ান। অনুষ্ঠান উপস্থাপনা করেন স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ কামরুল হাসান মামুন ও স্কুলের শিক্ষক সানজিদা আক্তার।