বিজয় বার্তা ২৪ ডট কম
অবশেষে মহান আল্লাহর দরবারে হাজারো মুসল্লিদের দোয়াই কবুল হলো। সকল অপচেষ্টাকে ব্যর্থ করে আলীগঞ্জ গরুর হাটের ইজারা পেলেন আলীগঞ্জ ক্লাবের সভাপতি শ্রমিক নেতা আলহাজ্ব কাউছার আহমেদ পলাশ।
বুধবার বিকেল ৪টায় সস্তাপুরস্থ নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদে আলীগঞ্জ গরুর হাটের সব্বোর্চ দরদাতা হিসেবে কাউছার আহমেদ পলাশকে জয়ী ঘোষনা করেন ইউএনও আফরোজা আকতার চৌধুরী। এই বছর অস্থায়ী আলীগঞ্জ গরুর হাটের সরকারি পুনঃদরপত্রের বাজেট বরাদ্দ ছিল ৩৪ লক্ষ ৫০ হাজার টাকা যা তিনি ৩৪ লক্ষ ৫১ হাজার টাকা জমা দিয়ে সর্বোচ্চ দরদাতা হিসেবে জয়ী হন।
এদিকে আলীগঞ্জ গরুর হাটের ইজারা পেয়ে বুধবার বাদ মাগরিব মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে জামিয়া কোরআনীয়া এমদাদীয়া মাদ্রাসা, আলীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিদের ও আলীঞ্জের শত শত মানুষদের নিয়ে হাটের শুভ উদ্বোধন করেন কাউছার আহমেদ পলাশ।
দোয়া মাহফিলে গরুর হাট পাওয়ায় সংবাদ পেয়ে শত শত মুসল্লিরা পরম করুনাময় আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করেন।
উল্লেখ্য, আলীগঞ্জ মাঠে অস্থায়ী গরুর হাটের ইজারা নিয়ে কাউসার আহমেদ পলাশ ও শামীম ওসমান সমর্থিত উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যন ফাতেমা মনির গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ নিয়ে উভয়পক্ষের অভিযোগের ভিত্তিতে টেন্ডারবাক্স ট্রেজারীতে পাঠিয়ে দেন ইউএনও আফরোজা আকতার চৌধুরী। পরে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ মোতাবেক দ্বিতীয় দফায় টেন্ডার আহবানের সিদ্ধান্ত নেয়া হয়। এরপর আলীগঞ্জ গরুর হাটের দ্বিতীয় দফায় দরপত্রের আয়োজন করেন নারায়নগঞ্জ সদর উপজেলা পরিষদ। এরই ধারাবাহিকতায় গত সোমবার দুপুরে জেলা প্রশাসনের ট্রেজারীতে জমা রাখা টেন্ডার বক্সটি উপজেলা পরিষদে এনে ইউএনও আফরোজা আকতার চৌধুরী দরপত্রদাতাদের হাতে কাগজপত্র বুঝিয়ে দেন। এ ব্যাপারে গত রোববার রাতেই প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক দ্বিতীয় দফায় দরপত্রের আয়োজন করা হয়। এর ধারাবাহিকতায় গহ ৬ সেপ্টেম্বর দরপত্র বিক্রি হয় এবং আজ ৭ সেপ্টেম্বর তারিখে ৩টা পর্যন্ত দরপত্র জমা দেওয়া হয়। পরে বিকেল ৪ টায় সর্বোচ্চ দরদাতা হিসেবে কাউছার আহমেদ পলাশের নাম ঘোষনা করা হয়।

